বাংলা৭১নিউজ, ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজী ও পরশুরামে আকস্মিক বন্যায় ১০ গ্রাম প্লাবিত হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে এসব গ্রাম প্লাবিত হয়। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে আকস্মিকভাবে এ বন্যা দেখা দিয়েছে বলে জানায় এলাকাবাসী। এর আগে গত জুন মাসে দুই দফা বন্যা হয় এই দুই উপজেলায়।
ফেনী পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, মুহুরী ও কহুয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ২০টিরও বেশি স্থান জুন মাসের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়। এসব স্থানে এখনো পুরোপুরি মেরামত করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার রাতেও এসব স্থানের ফাটল দিয়ে লোকালয়ে পানি প্রবেশ করে। এতে পরশুরামের শালধর, রতনপুর, দূর্গাপুর, মীর্জানগর, ফুলগাজীর ঘনিয়ামোড়া, পূর্ব ঘনিয়ামোড়া, কিসমত ঘনিয়ামোড়াসহ অন্তত ১০টি গ্রাম প্লাবিত হয়।
ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী কোহিনুর আলম শুক্রবার বলেন, ‘এখনো বাঁধের ভাঙা অংশগুলো মেরামত করা পুরোপুরি সম্ভব হয়নি। ফলে বৃহস্পতিবার রাতে আবার লোকালয়ে পানি ঢুকে পড়ে।’ সূত্র: কালের কণ্ঠ।
বাংলা৭১নিউজ/জেএস