বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বিষয়টি জানিয়ে বলেছেন, ‘ওর চোখে ফুটবল লেগেছে। আমরা ওর সিটি স্ক্যান করেছি। রিপোর্ট ভালো এসেছে। এখন দেখি চোখের চিকিৎসক কী বলেন।’ গতকালই দলের সঙ্গে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ভেন্যু সিলেটে এসেছেন মিরাজ। কাল বাংলাদেশ দল ঐচ্ছিক অনুশীলন করেছে। কিন্তু গতকালটা বিশ্রাম নিয়েছেন তিনি।
বাংলা৭১নিউজ/এসএস