বার্সেলোনা তো ফুটবলের ফুটবলের শহর। লিওনেল মেসির ক্লাবের শহর। গোটা বিশ্বে কাতালানদের মানুষ চেনেই ফুটবল শৈলীর জন্যে। কিন্তু এবার ফুটবলের দেশে হবে ক্রিকেট। ২২ গজে হবে উইলোবাজী। সেজন্য বার্সেলোনায় ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ করতে যাচ্ছে দেশটির সরকার।
মূলত বার্সেলোনায় অবস্থানরত একদল ভারত ও পাকিস্তানীর উদ্যোগে নির্মাণ হচ্ছে ক্রিকেট স্টেডিয়াম। সে জন্য অবশ্য কম কাঠখড় পোড়াতে হয়নি। বার্সেলোনা নতুন একটি খেলা চালু করতে চায় তাদের দেশে। সেজন্য ৩০ মিলিয়ন ইউরো বাজেট রেখেছে তাদের সরকার। কিন্তু কোন খেলায় ঢালবে সেই টাকা? বার্সেলোনার নাগরিকদের ভোট নেয়া শুরু হয়। যেখনে ছিল প্রায় ৮২১টিরও বেশি খেলা।
বিশ্বব্যাপী ক্রিকেটের জনপ্রিয়তা অজানা নয় কাতালানদের। তাই সব খেলাকে টপকে সবচেয়ে বেশি ভোট পায় ক্রিকেট। শুরু হয় ক্রিকেট গ্রাউন্ড তৈরীর কাজ। মজার ব্যাপার হল এই প্রজেক্টে যারা কাজ করছে তারা সকলে নারী। আর শুরুটা হয়েছিল মেয়েদের স্কুল ক্রিকেট থেকে।
হিফসা বাট নামে এক পাকিস্তানী স্কুল ছাত্রী টিফিনের ফাঁকে তার বান্ধবীদের নিয়ে ক্রিকেট খেলা শুরু করে। তবে তাদের ক্রিকেটের সব নিয়ম জানা ছিল না। হিফসার বাবা মেয়েদেরকে ক্রিকেটের সব নিয়ম শিখিয়ে দেয়। সেখান থেকেই ক্রিকেট গ্রাউন্ড নির্মাণের আবেদন করে হিফসারা।
বার্সেলোনায় আছে ক্রিকেট ফেডারেশন। যেখানে সক্রিয় ভাবে ক্রিকেট খেলে মাদ্রিদ, আলিকানতে, ভ্যালেন্সিয়া ও মিনোক্রার প্রায় ২০টি দল। এসব ক্রিকেট দলের আছে প্রায় সাতশরো বেশি ক্রিকেটার। এতদিন তাদের কোনো আন্তর্জাতিক মানের ক্রিকেট ভেন্যু ছিল না। এবার সেই আক্ষেপ ঘোচার অপেক্ষায়!
বাংলা৭১নিউজ/এসএইচ