শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
জাতীয় নাগরিক কমিটি কোনো রাজনৈতিক দল হবে না: সারজিস আলম খালেদা জিয়া-তারেক রহমানের নির্বাচনে অংশ নিতে আইনি বাধা নেই ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকারে বাসের ধাক্কা, নিহত ৫ নাশকতা নাকি দুর্ঘটনা তদন্ত চলছে: ফায়ারের ডিজি উন্নয়নের লক্ষ্যে চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা রাশিয়ার মিসাইলের আঘাতে ভূপাতিত হয় ওই বিমান শেষ দিনে ভিড় বেড়েছে, পছন্দের ফ্ল্যাট খুঁজছেন অনেকেই বিআরটিএ নির্ধারিত সিএনজি অটোরিকশার জমা ৯০০ টাকা কার্যকরের দাবি ৬ মাস ধরে নিখোঁজ বাংলাদেশিকে পাওয়া গেল থাই নারীর সঙ্গে হোটেলে ভোটার হওয়ার বয়স ১৭ বছর হওয়া উচিত : প্রধান উপদেষ্টা মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, ইউপি সদস্যসহ নিহত ২ জাহাজে ৭ খুন: বিচারের দাবিতে কর্মবিরতিতে নৌযান শ্রমিকরা পঞ্চগড়ে টানা চারদিন দিন মৃদু শৈত্যপ্রবাহ ইয়েমেনের বিমানবন্দরে হামলা, অল্পের জন্য বাঁচলেন ডব্লিউএইচও প্রধান গান পাউডার ব্যবহার হয়েছে কি না, খতিয়ে দেখতে ‘বিস্ফোরক বিশেষজ্ঞ’ পানির ট্যাংকে লুকিয়ে ছিলেন আ. লীগের ‘ভাইরাল নেত্রী’ কাবেরী পাবনায় দাঁড়িয়ে থাকা করিমনে ট্রাকের ধাক্কায় তিন শ্রমিক নিহত, আহত ৫ নববর্ষে আতশবাজি ও পটকা ফোটানো থেকে বিরত থাকার নির্দেশ ক্রীড়া পরিষদে অস্থায়ী অফিস ক্রীড়া মন্ত্রণালয়ের মারা গেছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং

ফিলিস্তিনের পক্ষে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রলীগের কর্মসূচি

বাংলা৭১নিউজ,ঢাকা:
  • আপলোড সময় সোমবার, ৬ মে, ২০২৪
  • ৩০ বার পড়া হয়েছে

ন্যায় ও মানবাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে স্বাধীন রাষ্ট্র ফিলিস্তিনের স্বীকৃতি এবং নিরীহ ফিলিস্তিনিদের উপর পরিচালিত মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে বিশ্বব্যাপী চলমান আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করছে বাংলাদেশ ছাত্রলীগ। কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ি আজ সোমবার (৬ মে) দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নানা কর্মসূচি পালন করে। বিশ্ববিদ্যালয়গুলো থেকে সংবাদদাতাদের পাঠানো খবরে থাকছে বিস্তারিত-

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)

সকাল সাড়ে ১১ টায় বিশ্বব্যাপী চলমান ছাত্র-আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে এবং হত্যাযজ্ঞ বন্ধসহ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বাকৃবি শাখা ছাত্রলীগ বিভিন্ন প্ল্যাকার্ড হাতে পদযাত্রা করে। 

বাকৃবি শাখা ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে পদযাত্রাটি শুরু হয়ে দেবদারু রোড, টিএসসি এবং উপাচার্যের বাসভবনের সামনের সড়কসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার সেখানে গিয়ে শেষ হয়। পরে কার্যালয়ের সামনে বাংলাদেশের পতাকার সঙ্গে স্বাধীন ফিলিস্তিনের পতাকা উত্তোলন করেন বাকৃবি শাখা ছাত্রলীগের সভাপতি খন্দকার তায়েফুর রহমান রিয়াদ এবং সাধারণ সম্পাদক  মো. মেহেদী হাসান। এসময় বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিভিন্ন অনুষদ ও বর্ষের প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী  উপস্থিত ছিলেন। 

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)

নিরিহ ফিলিস্তিনদের উপর নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদে ন্যায্যতা ও মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতির দাবিতে পতাকা উত্তোলন ও পদযাত্রা কর্মসূচি পালন করেছে বেরোবি ছাত্রলীগ। এসময় তারা বিশ্বব্যাপী শিক্ষক, শিক্ষার্থী ও সচেতন নাগরিকদের আন্দোলনে সংহতি প্রকাশ করেন। এতে নেতৃত্ব দেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা ছাড়াও সাধারণ শিক্ষার্থীরাও এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি)

বেলা ১১টার দিকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে জাবি শাখা ছাত্রলীগ পতাকা উত্তোলন ও পদযাত্রা কর্মসূচি পালন করেছে। পরিবহন চত্ত্বর থেকে তাদের পদযাত্রাটি শুরু হয়ে ডেইরি গেইট থেকে ঘুরে কেন্দ্রীয় খেলার মাঠে এসে শেষ হয়। পদযাত্রা শেষে শাখা ছাত্রলীগের প্রায় তিন শতাধিক নেতাকর্মী উপস্থিতিতে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করা হয়।

পদযাত্রা শেষে এক সংক্ষিপ্ত সভায় জাবি ছাত্রলীগ সভাপতি আখতারুজ্জামান সোহেল, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন বক্তব্য প্রদান করেন। 

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা (নোবিপ্রবি)

ফিলিস্তিনের জনগণের উপর ইসরায়েলি বর্বরতা ও গণহত্যার বিরুদ্ধে বিশ্বব্যাপী চলমান ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানিয়েছে নোবিপ্রবিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। এসময় তারা ফিলিস্তিনের পতাকা ও বিভিন্ন প্ল্যাকার্ড হাতে পদযাত্রা ও ছাত্র সমাবেশ করে।

শাখা ছাত্রলীগের সভাপতি নাঈম রহমান ও সাধারণ সম্পাদক জাহিদ হাসান শুভ’র নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শান্তিনিকেতন থেকে শুরু হয়ে পদযাত্রাটি কেন্দ্রীয় শহিদ মিনারে এসে শেষ হয়। এ কর্মসূচিতে শাখা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

ছাত্র সমাবেশ থেকে ফিলিস্তিনের মানবিক দিক বিবেচনা করে নোবিপ্রবিতে টিউশন ফি মওকুফ ও বৃত্তির ব্যবস্থা করে সে দেশের মেধাবী শিক্ষার্থীদের বিনামূল্যে পড়ার সুযোগ দেওয়ার জন্য প্রশাসনের নিকট দাবি জানায় নোবিপ্রবি ছাত্রলীগ।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com