বাংলা৭১নিউজ, ডেস্ক: ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি আলোচনা পুনরায় শুরু হবে কি না তা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রশ্ন তুলেছেন।
তিনি সুইজারল্যান্ডের ডাভোসের বিশ্ব অর্থনৈতিক ফোরামে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক বৈঠকে এই মন্তব্য করেন। ঐ বৈঠকে তিনি যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের ঐ অঞ্চলে সাম্প্রতিক সফরে তাঁর সঙ্গে ফিলিস্তিনিরা সাক্ষাৎ না করে যুক্তরাষ্ট্রের প্রতি অসম্মান দেখিয়েছে বলে অভিযোগ করেন।
ফিলিস্তিনিদের অর্থ সাহায্য বন্ধ করার হুমকী দেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি সাংবাদিকদের বলেন, “অর্থ টেবিলের উপর আছে এবং সেই অর্থ তাদের কাছে যাচ্ছে না যতক্ষণ না তারা আলোচনায় বসে এবং শান্তির জন্য সমঝোতা না করে। যেহেতু আমি বলতে পারি যে ইসরায়েল শান্তি বজায় রাখতে চায় এবং তাদেরকেও শান্তি বজায় রাখতে চাইতে হবে। অথবা আমরা আর কোন কিছুই করতে পারি না।”
বাংলা৭১নিউজ/সূত্র: ভোয়া/বিকে