বাংলা৭১নিউজ, ডেস্ক : ফিলিপাইনের কাছ থেকে আপাতত রিজার্ভ চুরির তিন ভাগের এক ভাগ বা ৩১ মিলিয়ন ডলার ফেরত পাচ্ছে বাংলাদেশ। বাকি ৫০ মিলিয়ন ডলার পাওয়ার সম্ভাবনা কম। মামলা করে এই টাকা ফিরিয়ে আনতেও লাগতে পারে দীর্ঘ সময়।
বাংলাদেশের রিজার্ভ চুরি নিয়ে ফিলিপাইনের সিনেটে প্রথম শুনানি শুরু হয় ১৫ই মার্চ। গোড়াতে চুরির টাকা খরচের সঙ্গে সম্পৃক্তদের ধরাই ছিলো কঠিন ব্যাপার।
কিন্তু পরে বাংলাদেশ সরকারের ক্রমাগত চাপ আর প্রয়োজনীয় দলিলপত্র উপস্থাপনের পর পাল্টে যায় পরিস্থিতি। বিশেষ করে ৫, ১২ এবং ১৯শে এপ্রিলের শুনানিতে সিনেটে স্ব-শরীরে হাজির করা হয় অভিযুক্তদের। তাদের অন্তত একজনের কাছ থেকে অর্থ আদায় বড় অগ্রগতি।
কিন্তু সেই অগ্রগতি হোচট খায়, ৯ই মের ফিলিপাইনের জাতীয় নির্বাচনের কারণে। ভোটের প্রচারে সদস্যরা ব্যস্ত হয়ে পড়ায়, অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে সিনেটের শুনানি ও তদন্তের কাজ। এ কারণে বাংলাদেশকে সন্তুষ্ট থাকতে হচ্ছে মাত্র ৩০ মিলিয়ন ডলার প্রাপ্তি নিয়েই।
ম্যানিলায় বাংলাদেশের রাষ্ট্রদূত জন গোমেজ জানান, “বাকি ৫০ মিলিয়ন পাওয়ার অনিশ্চয়তার কথা স্বীকার করেছেন খোদ রাষ্ট্রদূতও। তিনি আরো বলেন, “সিনেটের ছয়টি শুনানিতে শনাক্ত হয়েছে চুরির টাকা আনা ও খরচের নেপথ্যে মূল ভূমিকা ছিলো রিজেল কমারশিয়াল ব্যাংকিং করপোরেশন আরসিবিসি’র।”
বাংলা৭১নিউজ/এসএস