বাংলা৭১নিউজ, ডেস্ক: ফিলিপাইনের উত্তরাঞ্চলীয় ক্যাগাইয়ানে বুধবার সুপার টাইফুন হাইমার আঘাত হেনেছে। এতে সেখানে ব্যাপক ক্ষতি হয়েছে।
ঝড়টি ঘন্টায় ২২৫ কিলোমিটার বেগে আঘাত হানে। তবে প্রাকৃতিক এই দুর্যোগের আঘাতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
ঝড়ের আঘাত হানার আশঙ্কায় আগে থেকেই ওই অঞ্চলের হাজার হাজার মানুষকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।
অঞ্চলটিতে গতরাতে ঝড়ের আঘাতে বহু বাড়িঘর ধ্বংস হয়েছে এবং বৈদু্যুতিক তার ছিঁড়ে গেছে।
হাইমার আঘাতে হাইয়ানের মতোই ক্ষয়ক্ষতি হতে পারে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা করেছিলেন।
২০১৩ সালে হাইয়ানের আঘাতে ৭ হাজার ৩৫০ জনের বেশি লোক প্রাণ হারায়।
বুধবার স্থানীয় সময় ২৩০০ টায় (গ্রিনিচ মান সময় ১৫০০) ঝড়টি পেনাব্লাংকায় আঘাত হানে। আঘাত হানার অল্প কিছুক্ষণ আগেই হাইমা সুপার টাইফুনে পরিণত হয়।
আজ সকালে বিস্তীর্ণ এলাকাজুড়ে ক্ষতির খবর পাওয়া গেছে।
উত্তরাঞ্চলীয় নগরী ইলাগানের শিক্ষক ভিলামোর ভিসায়া বার্তা সংস্থা এএফপি’কে বলেন, ‘যতদূর চোখ যায় ধান ও ভুট্টা ক্ষেত ধ্বংস হয়ে গেছে।’
তিনি আরো বলেন, ‘ঝড়ের আঘাতে অনেক বাড়িঘর ধ্বংস হয়েছে।’
বাংলা৭১নিউজ/এম