বাংলা৭১নিউজ, যশোর: যশোরের বাঘারপাড়া উপজেলায় একটি ফিলিং স্টেশনের ম্যানেজারসহ দুজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার রাতে উপজেলার চড়াভিটা বাজারে আবদুল বারী ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। নিহত দুজন হলেন জেলার বাঘারপাড়া উপজেলার দশপাখিয়া গ্রামের ওবাইদুল ইসলাম (৩০)। তিনি ওই ফিলিং স্টেশনের ম্যানেজার।
অপরজন রঘুনাথপুর গ্রামের সদর উদ্দিন খানের ছেলে লিজন আহমেদ লিখন (২৪)। এ ঘটনায় ওই ফিলিং স্টেশনের এক কর্মচারীকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
এলাকাবাসী জানান, রোববার রাতে যশোর-নড়াইল সড়কের চড়াভিটা বাজারে আবদুল বারী ফিলিং স্টেশনের ম্যানেজারসহ কর্মচারীরা ঘুমিয়ে ছিলেন। সকালে এলাকার মানুষ ফিলিং স্টেশনের ঘরে দুটি লাশ দেখতে পান। পরে তারা থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।
বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ছয়রুদ্দিন জানান, পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। হত্যার কারণ জানা যায়নি।
বাংলা৭১নিউজ/এমএম