ফিনল্যান্ডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়া। দেশটির জাতীয় গ্রিডের একজন সিনিয়র কর্মকর্তা বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানান। শনিবার (১৪ মে) বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এর আগে রাশিয়ার বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ‘রাও (আরএও) নর্ডিক’ ফিনল্যান্ডে বিদ্যুৎ সরবরাহ বন্ধের হুমকি দেয়। এর একদিন পরে রাশিয়া এই পদক্ষেপ নিলো।
বছরের পর বছর ধরে আরএও রাশিয়া থেকে বিদ্যুৎ কিনে ফিনল্যান্ডে সরবরাহ করে আসছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, ৬ মের পর থেকে ফিনল্যান্ড বিদ্যুতের পাওনা পরিশোধ করছে না। তাই বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে।
এদিকে ফিনল্যান্ডের বিদ্যুৎ সরবরাহের সঙ্গে যুক্ত একজন অপারেটর জানান, রাশিয়া দেশটির বিদ্যুতের সামান্য অংশ সরবরাহ করে থাকে, যা বিকল্প উৎস থেকে জোগান দেওয়া হবে।
বাংলা৭১নিউজ/এসএইচ