বাংলা৭১নিউজ, ডেস্ক: গ্রীষ্মম-লীয় সাইক্লোন এলা বৃহস্পতিবার থেকে ফিজির দিকে অগ্রসর হয়ে দ্বীপ রাষ্ট্রটির আরো কাছে চলে আসবে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় আবহাওয়া অফিস একথা জানিয়েছে।
এক ক্যাটাগরির সাইক্লোনটির কেন্দ্র ফিজির তৃতীয় বৃহত্তম দ্বীপ ভানুয়াবালাভু থেকে ৬১৫ কিলোমিটার উত্তরপূর্বে অবস্থান করছে। খবর সিনহুয়া’র।
ফিজির আবহাওয়া বিভাগের জ্যেষ্ঠ পূর্বাভাসকারী স্টিভেন মেকে বুধবার বলেছেন, সাইক্লোনের প্রভাবে বুধবার থেকে ফিজিতে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বর্তামানে সাইক্লোনটি হোঙ্গার বাইরে অবস্থান করছে।
বাংলা৭১নিউজ/এম