বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মোসাদ্দেক আলী ফালুসহ তিন জনের বিরুদ্ধে দায়ের করা ১৮৪ কোটি টাকা পাচারের মামলা পুনরায় তদন্তের আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ঢাকার বিভাগীয় বিশেষ জজ সৈয়দ কামাল হোসেনের আদালতে এ আবেদন করেন দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মীর আহমেদ আলী সালাম।
এ বিষয়ে আংশিক শুনানি শেষে পরবর্তী শুনানির জন্য আগামী ১ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।
দুদকের আবেদনে বলা হয়, ইতোমধ্যে জমা দেওয়া মামলাটির প্রতিবেদনে কিছুটা ঘাটতি থাকায় অন্য কর্মকর্তা দিয়ে আবারও তদন্তের প্রয়োজন রয়েছে।
মামলায় অপর আসামি হলেন— আর এ কে সিরামিকস অ্যান্ড রাকিন ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ স একে ইকরামুজ্জামান এবং স্টার সিরামিক প্রাইভেট লিমিটেডের পরিচালক সৈয়দ এ কে আনোয়ারুজ্জামান। এই দুই আসামি জামিনে রয়েছেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৩ মে দুবাইয়ে ১৮৯ কোটি ৯২ লাখ টাকা পাচারের অভিযোগে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় ফালুসহ ৪ জনকে আসামি করে মামলা করে দুদক।
অপর আসামিরা হলেন—আর এ কে সিরামিকস ও রাকিন ডেভেলপমেন্ট কোম্পানির এমডি এস এ কে একরামুজ্জামান, স্টার সিরামিকস লিমিটেডের পরিচালক সৈয়দ এ কে আনোয়ারুজ্জামান ও পরিচালক ম. আমির হোসাইন।
মামলায় অভিযোগ করা হয়, ২০১০ সালে দুবাইতে আল মদিনা ইন্টারন্যাশনাল লিমিটেড, ট্রাই স্টার লিমিটেড ও ডেভেলপমেন্ট ইইউই নামে তিনটি প্রতিষ্ঠান চালু করেন আসামিরা। প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে তারা ১৮৩ কোটি ৯২ লাখ টাকা পাচার করেন।
গত বছরের ৩০ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেন দুদকের সহকারী পরিচালক এবং এই মামলার তদন্ত কর্মকর্তা ম. গুলশান আনোয়ার প্রধান।
২০২১ সালের ১৩ ডিসেম্বর ম. আমির হোসেনকে অব্যাহতি দিয়ে ফালু এবং বাকি দুজনের বিরুদ্ধে অভিযোগ (চার্জশিট) গঠন করেন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ। একই সঙ্গে ফালুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। পরে মামলাটি নিষ্পত্তির জন্য বিভাগীয় বিশেষ জজ আদালতে পাঠানো হয়।
এ মামলায় আদালতের নির্দেশে ২০১৯ সালের ৩১ অক্টোবর ফালুর ৩৪৩ কোটি টাকার সম্পত্তি ক্রোক করে দুদক।
প্রধানমন্ত্রী থাকাকালে খালেদা জিয়ার রাজনৈতিক সচিব ছিলেন মোসাদ্দেক আলী ফালু। পরে একটি উপনির্বাচনে সংসদ সদস্যও হয়েছিলেন তিনি। কিন্তু পরে তাকে সরিয়ে বিএনপির উপদেষ্টা পরিষদ এবং ভাইস চেয়ারম্যান পদে আনা হয়। কিন্তু তিনি ২০১৬ সালে পদত্যাগ করেন এবং রাজনীতিতে নিষ্ক্রিয় হয়ে পড়েন।
এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোসাদ্দেক আলী ফালুর সিকিউরিটিজ, আবাসন, অ্যাগ্রোসহ আমদানি-রপ্তানি ব্যবসা রয়েছে।
বাংলা৭১নিউজ/এসএইচ