বাংলা৭১নিউজ,ডেস্ক: ইরাকের ফালুজায় বুধবার ইসলামিক স্টেটের গাড়িবহরে ভয়াবহ সিরিজ বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন, প্রাথমিকভাবে তাদের হিসেব হচ্ছে অন্তত ২৫০ আইএস জঙ্গি নিহত এবং ৪০টি যানবাহন ধ্বংস হয়েছে।
এই তথ্য সঠিক হলে এটি হবে আইএস জঙ্গিদের ওপর বহুজাতিক বাহিনীর সবচেয়ে প্রাণঘাতী আক্রমণ।
কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে এই তথ্য জানিয়েছেন এবং বলেছেন ক্ষয়ক্ষতির হিসাবে পরে পরিবর্তন হতে পারে।
কর্মকর্তারা জানান, ফালুজার উত্তরে এ হামলা চালানো হয়েছে। শহরটি এখনো আইএসের শক্ত ঘাঁটি।
সাম্প্রতিক সময়ে আইএস তার কথিত খেলাফতের উল্লেখযোগ্য অংশের নিয়ন্ত্রণ হারালেও হার হামলার শক্তি কমেনি। বিদেশে প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও তারা হামলা চালাচ্ছে বলে দাবি করা হচ্ছে।
সর্বশেষ মঙ্গলবার তুরস্কের ইস্তাম্বুলে আতাতুর্ক বিমানবন্দরে তিন আত্মঘাতীর হামলায় ৪১ জন নিহত হয়েছে।
তুরস্কের প্রধানমন্ত্রী বিন আলি ইয়ালদিরিম বলেছেন, হামলার পেছনে আইএসের হাত আছে বলে প্রমাণ মিলেছে।
সূত্র: রয়টার্স
বাংলা৭১নিউজ/সিএইস