শরীয়াহ্ভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের লক্ষে দেশের শরীয়তপুর ও টাঙ্গাইল জেলায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের আরও দুটি এজেন্ট ব্যাংকিং আউটলেট চালু করা হয়েছে।
আজ বৃহস্পতিবার শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার নোয়াদ্দা বাংলা বাজার ও টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার নলিন বাজারে ওই ২টি এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করা হয়।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জনাব সৈয়দ ওয়াসেক মোঃ আলী ভিডিও কনফারেন্সের মাধ্যমে উক্ত এজেন্ট ব্যাংকিং আউটলেট দুটির উদ্বোধন করেন।
এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ মোস্তফা খায়ের, উপ-ব্যবস্থাপনা পরিচালকদ্বয় জনাব মোঃ জহুরুল হক ও জনাব মোঃ মাসুদুর রহমান শাহসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরে অনুষ্ঠান উপলক্ষে এক দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয়।
বাংলা৭১নিউজ/সর