সুদক্ষ মানবসম্পদ গড়ে উন্নততর গ্রাহক সেবা প্রদানের লক্ষ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি: এর ট্রেনিং ইনস্টিটিউট এখন নতুন ঠিকানা- মিমোসা, প্লট # ২৯৮, ব্লক # সি, রোড # ১১, বসুন্ধরা আ/এ, ঢাকায় স্থানান্তরিত হয়েছে।
আজ সোমবার ১ মার্চ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ ওয়াসেক মোঃ আলী এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন ভবনে স্থানান্তরিত ট্রেনিং ইনস্টিটিউটের কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকদ্বয় জনাব আব্দুল আজিজ ও জনাব মোঃ মোস্তফা খায়ের, উপ-ব্যবস্থাপনা পরিচালকদ্বয় জনাব মোঃ জহুরুল হক ও জনাব মোঃ মাসুদুর রহমান শাহ, ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ জনাব এ. কে. এম. আমজাদ হুসাইনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পরে অনুষ্ঠান উপলক্ষে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বাংলা৭১নিউজ/এমকে