বাংলা৭১নিউজ, নাজিম বকাউল, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গা-বোয়ালমারী-মধুখালী এই তিন উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর নির্বাচনী আসন ১। এই আসনে বর্তমান সাংসদ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান।
তিনি গত ২ বার এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এবারও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য মনোনয়নপত্র গ্রহণ করেছেন। কিন্তু গুজব খবরে জানা যায়, আব্দুর রহমানকে ফরিদপুর ১ আসন থেকে সাংসদ নির্বাচিত করার জন্য মনোনয়ন দেওয়া হচ্ছে না। এই গুজব খবর শুনে ফরিদপুর নির্বাচনী আসন ১ থেকে আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা চরম ভাবে ক্ষোভ প্রকাশ ও হতাশ হয়েছেন। তারা জানতে পারেন একজন আমলা যার নাম মঞ্জুর হোসেন। সে বর্তমানে রূপালী ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্বে আছেন।
তাকে এই আসন থেকে মনোনয়ন দেওয়া হবে বলে তিন উপজেলায় গুজব ছড়ানো হয়েছে। এই গুজবে আওয়ামীলীগের তৃণমূল নেতাকর্মীরা বলেন, মঞ্জুর হোসেন নামে আওয়ামীলীগের কোনো নেতা আছে কি না আমাদের জানা নেই। কিভাবে একজন অরাজনৈতিক ব্যাক্তিকে মনোনয়ন দেওয়া হবে। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। তৃণমূল নেতাকর্মীরা আরো দাবী জানান, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মঞ্জুর হোসেনকে মনোনয়ন দিয়ে শক্ত এ আসনটি হাতছাড়া না করার।
এ বিষয়ে বোয়ালমারী উপজেলার আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পিকুল মিরদাহ ও মধুখালী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল হক বকু জানান, ফরিদপুরের-১ আসনটি বৃটিশ আমল থেকেই আওয়ামীলীগের ঘাটি। মঞ্জুরুল হোসেন কোনোদিন আওয়ামীলীগ করেন নাই এবং এলাকায় তার কোনো প্রচার প্রচারণা নেই। ৯৮ ভাগ জনসাধারণ তাকে চিনে না। যদি মনোনয়ন বোর্ড মঞ্জুর হোসেনকে মনোনয়ন দেয় সেক্ষেত্রে চরম ভুল করবেন এবং ফরিদপুরের ০১ আসনটি হাতছাড়া হয়ে যাবে। তারা আরো জানান, এই তিন উপজেলায় রাস্তা-ঘাট ব্রীজসহ ব্যাপক উন্নয়ন করেছেন আব্দুর রহমান। এই আসনে তার কোনো বিকল্প নাই।
বাংলা৭১নিউজ/জেএস