বাংলা৭১নিউজ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর জেলায় নবাগত পুলিশ সুপার মো. জাকির হোসেন খান এর সাথে ফরিদপুরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে ফরিদপুর পুলিশ লাইন্স এর হল রুমে আয়োজিত এ মতবিনিময় সভায় জেলার আইন শৃংখলা পরিস্থিতিসহ জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ পূর্বের তুলনায় আরো বেশী স্বোচ্চার থাকবে বলে আশা প্রকাশ করেন সদ্য যোগদানকৃত পুলিশ সুপার।
এরপর উন্মক্ত আলোচনায় জেলার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ইমতিয়াজ হাসান রুবেলসহ একাধিক সাংবাদিক।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, অতিরিক্ত পুলিশ সুপার আতিকুর রহমান, সহকারী পুলিশ সুপার এ বি এম মহিউদ্দিনসহ গনমাধ্যম ও পুলিশ কর্মকর্তারা।
বাংলা৭১নিউজ/জেএস