বাংলা৭১নিউজ, ফরিদপুর প্রতিনিধি: জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন প্রথম রাউন্ডে ফরিদপুর জেলায় ৩ লক্ষ ২হাজার ৮শ ৩জন শিশুকে ভিটামিন এ খাওয়ানো হচ্ছে।
ফরিদপুর জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে শনিবার সকাল ৮টার সময় ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া এই ক্যাম্পের উদ্বোধন করেন । এসময় উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা. অরুন কান্তি বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, ডেপুটি সিভিল সার্জন ডা. আবজাল হোসেনসহ স্বাস্থ্য বিভাগের উর্দ্ধতন কর্মকর্তারা।
ফরিদপুরের সিভিল সার্জন ডা. অরুন কান্তি বিশ্বাস জানান, জেলার নয়টি উপজেলা ও চারটি পৌরসভায় ৬ থেকে ১১ মাস বয়সী ৪০ হাজার ৪৩০ জন এবং ১২ থেকে ৫৯ বয়সী ২ লক্ষ ৬২ হাজার ৩৭৩ জন শিশুকে এই ক্যাম্পেইনের আওতায় ভিটারিম এ খাওয়ানো হবে।
তিনি আরো বলেন, জেলার ৮১টি ইউনিয়নের ২৪৩টি ওয়ার্ডে ২১শ টি টিকাদান কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পযন্ত বিরতিহীন ভাবে চলবে এর কার্যক্রম।
জেলার এই স্বাস্থ্য কর্মকর্তা ওই দিন সকল শিশু অভিভাবকদের যথা সময়ে স্ব স্ব টিকা দান কেন্দ্রে উপস্থিত হয়ে এ ক্যাপসুল খাওয়ার পরামশ দিয়ে বলেন, কোনো প্রকার কান কথায় গুরুত্ব না দিয়ে প্রয়োজনে সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মকর্তাদের পরামর্শ নেওয়াও আহবান জানান।
বাংলা৭১নিউজ/জেএস