বাংলা৭১নিউজ,ফরিদপুর প্রতিনিধি: একাদশতম জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের ৪টি সংসদীয় আসন বেগম খালেদা জিয়াকে উপহার দেওয়ার অঙ্গিকার করেছেন ফরিদপুরের বিএনপির তৃণমূল নেতাকর্মীরা।
ফরিদপুর-৩ ও ৪ আসন থেকে বিএনপির মনোনিত প্রার্থী চৌধুরী কামাল ইবনে ইউসুফ, ফরিদপুর-২ আসন থেকে শামা ওবায়েদ রিংকু, ফরিদপুর-১ আসন থেকে খন্দকার নাসিরুল ইসলামকে নিরপেক্ষ ভোটের মাধ্যমে জয়যুক্ত করে বেগম খালেদা জিয়াকে উপহার দিবেন বলে জানান ৯টি উপজেলার তৃণমূল নেতাকর্মীরা।
চৌধুরী কামাল ইবনে ইউসুফ ৫ বারের সংসদ সদস্য ও ৩ বারের মন্ত্রী। তার এই আসনে প্রতিযোগিতা করবেন আওয়ামীলীগের প্রার্থী ও বর্তমান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। তিনিও ফরিদপুরের ব্যাপক উন্নয়ন করেছেন, তা এখন দৃশ্যমান।
অপরদিকে চৌধুরী কামাল ইবনে ইউসুফ ২০০৬ সাল পর্যন্ত তার উন্নয়নমূলক কর্মকান্ড সেগুলোও দৃশ্যমান রয়েছে। চৌধুরী কামাল ইবনে ইউসুফ ও ইঞ্জিনিয়ার খন্দকার খন্দকার মোশাররফ হোসেনের মধ্যে ভোটযুদ্ধ হবে।
বাংলা৭১নিউজ/এসই