বাংলা৭১নিউজ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আত্মগোপনে। ফরিদপুর শহর এখন বিএনপি নেতা শুন্য। অনেক নেতাকর্মীর সংসারের বাজার ঘাট বন্ধ হয়ে গেছে। পরিবারের সদস্যদের দেখবার কেউ নেই। পরিবারে দেখা দিয়েছে অভাব অনটন। যে সকল নেতাকর্মীরা গ্রেপ্তারের ভয়ে ফরিদপুর ছেড়ে আত্মগোপনে আছেন তাদের বেশিরভাগই পরিবারের একমাত্র উর্পাজনকারী ব্যক্তি।
এ ঘটনাটি ঘটেছে গত ২০ ফেব্রুয়ারী বিএনপির কেন্দ্রীয় কমিটির ঘোষণা অনুযায়ী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে ফরিদপুরের জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠন শহরে একটি মিছিল বের করে। ঐ মিছিলটি উপর পুলিশ অতর্কিত ভাবে হামলা চালিয়ে ছত্রভঙ্গ করে দেয়। এতে ৫০ জনেরও বেশী নেতাকর্মীরা গুরুতর আহত হয়। ২৫ জন শিষ্য নেতাকে গ্রেপ্তার করে। ৩৩জন নমীয় ও ৪৫০ জনের অজ্ঞাত নামে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করে পুলিশ। অজ্ঞাতনামা নেতাকর্মীদের নাম থাকার কারণে ফরিদপুরের তৃণমূল নেতা থেকে শুরু করে শীর্ষ নেতা পর্যন্ত নেতারা এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছে।
এ বিষয়ে কেন্দ্রীয় যুবদলের নেতা মাহবুবুল হাসান পিংকু জানান, ২০ ফেব্রুয়ারী শান্তিপূর্ণ ভাবে ফরিদপুর জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীর বেগম খালেজা জিয়ার মুক্তির দাবিতে মিছিলটি করছিল তাতে পুলিশ হামলা চালিয়ে নেতাকর্মীদের গ্রেপ্তার করেছে। এদের নামে মিথ্য মামলাও দেওয়া হয়েছে। আমার দাবি দ্রুত এসব মিথ্যা মামলা প্রত্যাহরে নেতাকর্মীদের মুক্তি দেওয়া হোক, তা না হলে শান্তিপূর্ণ ভাবে কঠোর আন্দোলন করা হবে।
বাংলা৭১নিউজ/জেএস