বাংলা৭১নিউজ, নাজিম বকাউল, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ফরিদপুরের কমলাপুর ও নগরকান্দা উপজেলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উঠান বৈঠক করে যাচ্ছে।
শুক্রবার সন্ধ্যায় ফরিদপুর-৩ আসনে কমলাপুরে চৌধুরী কামাল ইবনে ইউসুফের পক্ষে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও ফরিদপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান বেনজীর আহমেদ তাবরীজের সভাপতিত্বে উক্ত সভা অনুষ্ঠিত হয়। অপরদিকে নগরকান্দা উপজেলায় ফরিদপুর-২ আসনে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের উপস্থিতিতে নগরকান্দা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফের সভাপতিত্বে একাদশ জাতীয় সংসদ নির্বাচনী কার্যক্রম সঠিক ভাবে পরিচালনার জন্য উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
বাংলা৭১নিউজ/জেএস