বাংলা৭১নিউজ, ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরে স্থানীয় ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠে সোমবার কোতয়ালী থানা বিএনপি ও শহর বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ। তার সাথে ছিলেন তার উত্তরসুরী নারী নেত্রী বিএনপির অন্যতম সংগঠক চৌধুরী নায়াবা ইউসুফ।
ইফতার ও আলোচনা সভায় আগামীদিনের জন্য গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘোষণা দিয়েছেন কামাল ইবনে ইউসুফ। প্রায় ৫ হাজার লোকের সমাগম করা হয় এ অনুষ্ঠানে। আলোচনা ও ইফতার মহফিলে সভাপতিত্ব করেন কোতয়ালী থানা বিএনপির সভাপতি রউফউন নবী। সভা পরিচালনা করেন ফরিদপুর শহর বিএনপির সভাপতি রেজাউল ইসলাম।
বাংলা৭১নিউজ/জেএস