বাংলা৭১নিউজ,(ফরিদপুর)প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত ব্যাক্তি ডাকাত দলের সদস্য।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার বারাংখোলা এলাকায় এ বন্দুকযুদ্ধ হয়। নিহত এনায়েত উপজেলার চতুল ইউনিয়নের বনচাকি গ্রামের বাসিন্দা।
জেলা অতিরিক্ত পুলিশ সুপার জানান, ১৫টি ডাকাতি মামলার আসামি এনায়েত শেখকে গ্রেপ্তার করা হয়। মধ্যরাতে তাকে সাথে নিয়ে অস্ত্র উদ্ধারে বনচাকি গ্রামে অভিযান চালানো হয়। তাদের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা গুলি ছোড়ে। পুলিশ পাল্টা গুলি ছোড়লে পালিয়ে যায় তারা। পরে ঘটনাস্থল থেকে অস্ত্রসহ এনায়েতের মরদেহ উদ্ধার করা হয়।
বাংলা৭১নিউজ/এমএস