বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ফায়ার সার্ভিস কর্মীকে চাপা দেওয়া ট্রাকচালক ধরা পড়ল শিক্ষার্থীদের হাতে সিরিয়ায় আসাদপন্থিদের ‘অতর্কিত হামলায়’ ১৪ নিরাপত্তা সদস্য নিহত ক্ষতিগ্রস্ত ভবনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না কর্মকর্তা-কর্মচারীদের সচিবালয় এলাকায় নিরাপত্তা জোরদার, দুই প্লাটুন বিজিবি মোতায়েন আট-নয় তলার নথিপত্র সব পুড়ে গেছে বলে ধারণা ফায়ার ডিজির পঞ্চগড়ে বইছে শৈত্যপ্রবাহ ভারতের মহারাষ্ট্রে ১৭ বাংলাদেশি গ্রেপ্তার অন্তর্বর্তী সরকারের উদারতা জাতিকে অনন্তকাল ভোগাবে : হাসনাত আব্দুল্লাহ স্বৈরাচার পালিয়ে গেলেও দেশকে অস্থির করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে ভেতরে প্রবেশ করছেন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা লামায় অগ্নিসংযোগের ঘটনায় ড. ইউনূসের নিন্দা আগুনের সূত্রপাত কীভাবে তা নিশ্চিত হওয়া যায়নি : ফায়ারের ডিজি সচিবালয়ের আগুন ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে সড়কে পড়ে আছে ফায়ারকর্মী নয়নের হেলমেট ও তাজা রক্ত সচিবালয়ে আগুন: যে হুঁশিয়ারি দিলেন আসিফ মাহমুদ আগুন ৬ তলায় লেগে উপরে গেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা সবাই একসঙ্গে শান্তিতে থাকতে চাই : পররাষ্ট্র উপদেষ্টা নির্মাণাধীন ভবনের ছাদে থেকে পড়ে বিদ্যুতায়িত, দুই শ্রমিকের মৃত্যু ‘আমাদের একমাত্র লক্ষ্য শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা’ বাংলাদেশ সীমান্তে অতিরিক্ত বিএসএফ মোতায়েন

ফরিদপুরে পানিবন্দিদের বাড়ছে দুর্ভোগ

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় সোমবার, ২১ আগস্ট, ২০১৭
  • ১৫৬ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, নাজিম বকাউল, ফরিদপুরা প্রতিনিধি : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় বন্যা পরিস্থিতি চরম অবনতি হয়েছে। শুক্রবার দুপুর ১২ টায় উপজেলা পদ্মা নদীতে বন্যার পানি বিপদসীমার প্রায় ১০৬ সে.মি. ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এতে উপজেলা সদর ইউনিয়নের প্রধান সড়কের এমপি ডাঙ্গী গ্রাম ও সুপারী বাগান গ্রাম পয়েন্টের রাস্তার সাথে পদ্মা নদী একাকার হয়ে রয়েছে। যে কোনো সময় রাস্তাটি বিধ্বস্ত হয়ে জেলা শহরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার দুপুরে উক্ত প্রধান সড়কটি ফরিদপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আঃ কুদ্দুস মন্ডল, নির্বাহী প্রকৌশলী নূর মোহাম্মদ, উপজেলা চেয়ারম্যান এ.জি.এম বাদল আমিন ইউএনও মোঃ সগীর হোসেন ও ত্রাণ কর্মকর্তা মানস বসু পরির্দশন করেছেন। পদ্মা নদীর ¯্রােতের কোপ থেকে রাস্তাটি রক্ষার জন্য বালুর ব্যাগ ফেলা হচ্ছে।
জানা যায়, বন্যা অবনতি হওয়ার সাথে উপজেলায় বানভাসি পরিবারের সংখ্যা বেড়েই চলেছে। গত শনিবার প্রায় ৪ হাজার পরিবার পানিতে ভাসছে বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছেন। এরমধ্যে উপজেলা সদর ইউনিয়নে ৫০০ বানভাসি পরিবার গাজীরটেক ইউনিয়নের প্রায় ৮০০ পরিবার, চরঝাউকান্দা ইউনিয়নে ৮৫০ পরিবার ও চরহরিরামপুর ইউনিয়নে প্রায় ২ হাজার পরিবার সহ মোট ৪ হাজার পরিবার পানিতে ভাসছে। একই সাথে চরাঞ্চলের প্রায় ৩০ কি.মি. কাচা ও এইচবিবি রাস্তা সহ ১১টি কালভার্ট পানিতে ডুবে রয়েছে। বানভাসিরা ঘরের মধ্যে পানির ওপরে মাচা পেতে শিশু বৃদ্ধদের নিয়ে কোনো মতে বেঁচে আছেন। এছাড়া উপজেলা পদ্মার চরের চরহরিরামপুর ইউনিয়ন ও চরঝাউকান্দা ইউনিয়নে বানভাসি পরিবারে সাপের উপদ্রব অত্যন্ত বেশী বলে জানা গেছে।

FARIDPUR NEWS AND PIC5-------------

শুক্রবার চরহরিরামপুর ইউনিয়নের চরশালেপুর গ্রামের মৃত কুটি বিশ্বাসের ছেলে ফজল বিশ্বাস (৬৫) জানায়, “ বন্যা আসার পর থেকে সাপের আতংকে চরবাসী আর ঘুমোতে পারে নাই। বসতবাড়ীর লাকড়ীর মাচায়, বাড়ীর আনাচে কানাচে যে কোনোখানে জঙ্গলের স্তুপে গোখড়া সাপ, জাতি সাপসহ বিভিন্ন প্রজাতীর সাপ দেখা যাচ্ছে।মহিলারা বাড়ীর রান্নার জন্য ঘর থেকে লাকড়ী বের করতে পারছে না। গোখাদ্য আনতে গেলেও চরের জকামবনে যত্রতত্র সাপের উপদ্রব দেখা যায় বলে উক্ত কৃষক জানান”।
একই দিন উপজেলা কৃষি অফিসারি মোঃ জাহিদুল ইসলাম বিশ্বাস জানান, গত ক’দিনের বন্যায় উপজেলায় ৫২৫ একর বোনা আমন ধান ও ১১০ একর রোপা আমন ধান তলিয়ে গেছে। এছাড়া ২৭ একর সব্জি মাঠ ও ৬ একর মরিচ মাঠ বন্যার পানিতে বিনষ্ট হয়েছে।
উপজেলার চরহরিরামপুর ইউপি চেয়ারম্যান আমির খান জানান, ইউনিয়নের আরজখার ডাঙ্গী গ্রাম, ছমির বেপারীর ডাঙ্গী, ইন্তাজ মোল্যার ডাঙ্গী, বিশ্বাস ডাঙ্গী, আমিন খার ডাঙ্গী গ্রামের প্রায় ৩শ’ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। পদ্মার পাড়ে উক্ত ইউনিয়নের প্রায় ১৫ কি.মি. কাচা রাস্তা ও ২টি কালভার্ট ব্যপক ক্ষতিগ্রস্থ হয়েছে। উপজেলার মোট ১৬টি প্রাথমিক বিদ্যালয় ও ৬টি উচ্চ বিদ্যালয় বন্যার পানিতে ভেসে পাঠদান বন্ধ রয়েছে। এছাড়া উপজেলার ৪টি কমিনিউটি ক্লিনিকের মধ্যে ৩টি বন্যার পানিতে ছয়লাব হয়ে রয়েছে বলে ৮জানা গোছে।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com