বাংলা৭১নিউজ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে নানা কর্মসূচিতে মহান স্বাধীনতা দিবস পালিত হচ্ছে। সোমবার সূর্যোদয়ের সময় ৩১ বার তোপধ্বনি ও সুর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি ও বেসরকারি ভবন শীর্ষে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সকাল পৌণে সাতটায় শহরের গোয়ালচামট পুরনো বাসস্ট্যান্ড এলাকার শহীদ স্মৃতি ফলকে জেলা প্রশাসন,পুলিশ বিভাগ,আওয়ামীলীগ ও বিএনপিসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে পুস্প্যমাল্য অর্পণ করা হয়।
পরে ওইখান থেকে স্বাধীনতা শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে শহরের শেখ জামাল স্টেডিয়াম চত্বরে গণকবরে গিয়ে শেষ হয়। সেখানে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন, বিশেষ মোনাজাত ও পুষ্পমাল্য অর্পণ করা হয়।
এরপর সকাল আটটায় শেখ জামাল স্টেডিয়ামে উপস্থিত কয়েকশ’ শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী ও পেশার কয়েকশ’ মানুষ শুদ্ধভাবে জাতীয় সঙ্গীত পরিবেশন করে।
এছাড়া কর্মসূচির মধ্যে রয়েছে কুচকাওয়াজ, মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সংবর্ধনা, বিশেষ মোনাজাত ও প্রার্থনা, পুলিশ দল কর্তৃক বাদ্য পরিবেশন, মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
বাংলা৭১নিউজ/জেএস