রুখবো দুর্নীতি, গড়বো দেশ হবে সোনার বাংলাদেশ-এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে অনুষ্ঠিত হলো দুর্নীতি দমন কমিশন কর্তৃক গণশুনানি। বুধবার সকাল ১০টায় স্থানীয় কবি জসীমউদদীন হলে এ গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের সচিব মো. মাহবুব হোসেন। অনুষ্ঠানে মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার।
জেলা দুর্নীতি দমন কমিশনের আয়োজনে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন, ঢাকা বিভাগের পরিচালক মোহাম্মদ মোরশেদ আলম, পুলিশ সুপার মো. শাহজাহান, দুদকের জেলা কার্যালয়ের উপ-পরিচালক রেজাউল করিম ও প্রফেসর মো. শাহাজাহান প্রমুখ।
গণশুনানিতে বিভিন্ন সরকারি দপ্তরের সেবা নিতে গিয়ে নানা বিড়ম্বনার কথা তুলে ধরেন ভুক্তভোগীরা। এসব বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেন অনুষ্ঠানের প্রধান অতিথি। গণশুনানিতে ফরিদপুর জেলার বিভিন্ন সরকারি, বেসকারি দপ্তরের প্রধান ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/এসএইচ