বাংলা৭১নিউজ, ফরিদপুর : ফরিদপুরের মধুখালী উপজেলায় ডাকাত দলের মধ্যে গোলাগুলিতে দুইজন নিহত হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে উপজেলার রায়পুর ইউনিয়নের ছকরিকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন বলেন, রাতে টহল পুলিশের একটি দল ওই এলাকায় গোলাগুলির শব্দ শুনতে পায়। পরে স্থানীয়দের সহযোগিতায় মহাসড়কের পাশ থেকে দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
তিনি আরো বলেন, ঘটনাস্থল থেকে একটি শুটারগান, একটি পিস্তল, কয়েকটি গুলি ও রামদা উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলেই আশপাশে অভিযান চালিয়ে ছয়জনকে আটক করা হয়েছে।
বাংলা৭১নিউজ/এম