বাংলা৭১নিউজ,ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর শহরের নতুন বাসষ্টান্ডের সামনে একটি মাটির ট্রাক চাপায় এক অজ্ঞাত যুবকরে মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ১১টার সময় দূর্ঘটনাটি ঘটে।
ফরিদপুর কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক শামিম হাসান জানান, সিএন্ডবি ঘাট এলাকা হতে মাটির ট্রাকটি যাওয়ার সময় শহরের নতুন বাসষ্টান্ড এলাকায় এক অজ্ঞাত যুবকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। তিনি বলেন, ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। এদিকে লাশটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজহ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস