বাংলা৭১নিউজ, নাজিম বকাউল, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে জেলা বিএনপির নেতাকর্মীরা কেন্দ্রীয় কমিটির ঘোষিত কোনো কর্মসূচি পালন করেনি।
তবে বিএনপির অঙ্গ সংগঠনের কিছু নেতা নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার রায়ের প্রতিবাদ জানিয়ে কর্মসূচি পালন করেছেন।
গ্রেপ্তারের ভয়ে আত্মগোপন করে অন্যত্র আশ্রয় নিয়েছেন প্রায় দুই শতাধীক নেতাকর্মীরা।
ফরিদপুরের তৃণমূল নেতাকর্মীরা জেলা বিএনপির কর্মকান্ডে ক্ষুব্ধ।
কর্মীরা জানান, দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রায়ের বিষয়ে সিনিয়র নেতারা কোনো কর্মসূচি পালন না করায় দল ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফরিদপুরে বিএনপি ৩/৪ টি গ্রুপে বিভক্ত হয়ে থাকলেও মাঝে মধ্যে ফরিদপুরের মাঠ কাপিয়ে তোলেন কেন্দ্রীয় যুবদলের নেতা মাহবুবুল হাসান পিংকু। ফরিদপুর জেলা যুবদলের সভাপতি আফজাল হোসেন খান পলাশ স্বেচ্ছাসেবক দলের ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের অনুগত কিছু নেতাকর্মীরা।
বাংলা৭১নিউজ/জেএস