বাংলা৭১নিউজ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে আগামী ২৯ মার্চ ১২টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৮ ফেব্রুয়ারী নির্বাচন কমিশনার ইউনিয়ন পরিষদের নির্বাচনের ঘোষণা দেন। এই ঘোষণার পর পরই ফরিদপুর সদর উপজেলার ১২টি ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীদের ঘুম হারাম। মনোনয়ন প্রত্যাশীদের বেড়েছে টেনশন।
প্রার্থীদের আওয়ামী লীগের রাজনীতি জীবনের ৪০ বছর পার হয়ে গেছে। কিন্তু সাম্প্রতিক শোনা যাচ্ছে হাইব্রীড আওয়ামী লীগ প্রার্থীদের নমিনেশন দেওয়া হবে। এই প্রার্থীরা বিএনপির টিকিটে নির্বাচিত হয়ে বর্তমানে আওয়ামী লীগের হাইব্রীড নেতা হিসেবে পরিচিত। এদেরকেই আবার আওয়ামী লীগের টিকিটে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হবে। এটা জানতে পেরে আওয়ামী লীগের প্রার্থীদের ঘুম হারাম। ভয়ে কোনো প্রার্থী কথা বলার সাহস পাচ্ছে না।
নাজিম বকাউল, ফরিদপুর