ফরিদপুরের সদর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া সংরক্ষিত ওয়ার্ডে ১১৫ জন এবং সাধারণ ওয়ার্ডে ৩৬৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
রোববার বিকেলে মনোনয়নপত্র জমাদানের শেষদিনে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে এ তথ্য।
এদিকে এ নির্বাচনে ১১টি ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীকের বিপরীতে একাধিক বিদ্রোহী প্রার্থী রয়েছেন। ৫টি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের প্রার্থী। অন্যরা সকলেই স্বতন্ত্র। প্রতিটি ইউনিয়নেই এবার আওয়ামী লীগের একাধিক বিদ্রোহী প্রার্থী রয়েছেন। এদের মধ্যে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন তালিকায় নাম থাকলেও শেষ মুহূর্তে নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিতে না পেরে বিদ্রোহী প্রার্থী হয়েছেন কানাইপুরের বর্তমান চেয়ারম্যান ফকির মোঃ বেলায়েত হোসেন।
জানা গেছে, অম্বিকাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫, সংরক্ষিত ওয়ার্ডে ৮ ও সাধারণ ওয়ার্ডে ২৯ জন, কানাইপুরে চেয়ারম্যান পদে ৫, সংরক্ষিত ওয়ার্ডে ১৩ ও সাধারণ ওয়ার্ডে ৩১ জন, কৃষ্ণনগরে চেয়ারম্যান পদে ৯, সংরক্ষিত ওয়ার্ডে ১৩ ও সাধারণ ওয়ার্ডে ৩৬, ঈশান গোপালপুরে চেয়ারম্যান পদে ১০ জন, সংরক্ষিত ওয়ার্ডে ৮ জন ও সাধারণ ওয়ার্ডে ২৯ জন, মাচ্চরে চেয়ারম্যান পদে ৭ জন, সংরক্ষিত ওয়ার্ডে ১০ ও সাধারণ ওয়ার্ডে ৩৯ জন, কৈজুরিতে চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত ওয়ার্ডে ১২ ও সাধারণ ওয়ার্ডে ৩৮ জন, গেরদায় ৭ জন, সংরক্ষিত ওয়ার্ডে ৮ ও সাধারণ ওয়ার্ডে ৩৩ জন, আলিয়াবাদে চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত ওয়ার্ডে ১১ ও সাধারণ ওয়ার্ডে ২৮ জন, ডিক্রিরচরে চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত ওয়ার্ডে ১৪ ও সাধারণ ওয়ার্ডে ২৮ জন, নর্থচ্যানেলে চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত ওয়ার্ডে ১১ ও সাধারণ ওয়ার্ডে ৪০ জন এবং চরমাধবদিয়ায় চেয়ারম্যান পদে ১০, সংরক্ষিত ওয়ার্ডে ৭ ও সাধারণ ওয়ার্ডে ৩৭ জন প্রার্থী রয়েছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ নূর আমীন জানান, ঘোষিত তফসিল অনুযায়ী ২০ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বাছাই। ২৭ ফেব্রুয়ারি প্রার্থীতা প্রত্যাহার এবং আগামী ১৬ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে।
বাংলা৭১নিউজ/এসএইচ