বাংলা৭১নিউজ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর সদর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরে ইউপি নির্বাচন উপলক্ষ্যে উৎসবমুখর আমেজে প্রচার প্রচারনা চলছে। প্রার্থী ও ভোটাররা প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন গভীর রাত পর্যন্ত। কোনো কোনো ইউনিয়নে ভোর রাত পার হয়ে যাচ্ছে এই প্রচারনায়। দীর্ঘ ৮ বছর পর এই নির্বাচন আগামী ২৯ মার্চ অনুষ্ঠিত হবে। ফরিদপুরের ১১টি ইউনিয়নেই ত্রি-মুখী নির্বাচনী লড়াই হবে। আওয়ামী লীগ মনোনিত প্রার্থী, বিএনপি মনোনিত প্রার্থীরা গ্রামে গ্রামে গ্রুপ বেধে ভোট চেয়ে যাচ্ছেন। ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থীর ভোটারদের মধ্যে বিশাল অংকের ভোটের মালিকানা ফরিদপুর আটরশি হুজুরের জাকের পার্টির। ১১টি ইউনিয়নে প্রায় ৩০/৩৫ হাজার জাকের পার্টির ভোট রয়েছে। জাকের পার্টি যে দিকে সর্মথন দিবে সেই প্রার্থীরাই বিজয়ী হওয়ার সম্ভাবনা থাকবে শতভাগ।
ফরিদপুরের জেলা প্রশাসক ঘোষণা দিয়েছেন এবারের নির্বাচনে সুষ্ঠ, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। যদি কেউ বিশৃঙ্খলা র সৃষ্টি করে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ফরিদপুরের ইউনিয়ন পরিষদের ভোটাররা সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের দাবী জানান।
বাংলা৭১নিউজ/জেএস