বাংলা৭১নিউজ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর শহরের নিউ মার্কেট এলাকায় অবস্থিত রোজ গার্ডেন হোটেলে অভিযান চালিয়ে ৭ নারীসহ ১৪জনকে আটক করেছে ফরিদপুর র্যাব ৮ এর একটি দল।
এই হোটেল থেকে একাধিকবার অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছিল অনেক নারী-পুরুষ। তারপরও ক্ষ্যান্ত হয়নি মালিক পক্ষের যৌণ ব্যবসা। বিশ্বস্ত সূত্রে জানা যায়, প্রভাবশালী এক নেতা এই হোটেলে নিয়মিত আসা যাওয়া করায় কেউ ভয়ে কথা বলার সাহস রাখে না। একারণেই ধরা ছোঁয়ার বাইরে রয়ে গেছেন মালিক কর্তৃপক্ষ।
র্যাবের ফরিদপুর দায়িত্বপ্রাপ্ত কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রইচ উদ্দিন জানান, শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শহরের জনতা ব্যাংক মোড় এলাকায় অবস্থিত রোজ গার্ডেন হোটেলে অভিযান চালিয়ে ৭জন নারী, হোটেল ম্যানেজার, দুইজন খদ্দের ও ৪ ইয়াবা ব্যাসায়ীকে আটক করা হয়েছে। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতে নেয়া হলে আদালতের দুই বিচারক নির্বাহী ম্যাজিস্টেট পারভেজ মল্লিক ও মোঃ রাকিবুজ্জামান অসমাজিক কাজে জরিত থাকায় তিন নারীকে ১৫দিন, ৪ নারীকে ৭দিন কারাদন্ড প্রদান করেন। এছাড়া হোটেল ম্যানেজার আব্দুল ওদুদকে ১মাস, দুই খদ্দেরকে ১৫দিন কারাদন্ড দেয়া হয়। তিনি বলেন একই সময় ওই হোটেল থেকে ইয়াবাসহ আটক ৪ মাদক ব্যাবসায়ীর মধ্যে ২জনকে এক বছর ও দুই জনকে ৬মাস করে কারাদন্ড প্রদান করা হয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস