শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৫:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
দ্বাদশ সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী-মন্ত্রীদের জন্য ৯৪০ প্রশ্ন ভরিতে আরও ১৮৭৮ টাকা কমলো সোনার দাম সব প্রার্থী আমাদের কাছে সমান: ইসি আলমগীর টোল আদায়ে দুর্নীতি, দুদকের হস্তক্ষেপে ইজারা বাতিল রোহিঙ্গাদের ফেরাতে বাংলাদেশের পাশে আছে ইউরোপ : পররাষ্ট্রমন্ত্রী জনগণের ভোটাধিকার নিশ্চিত করেই আ.লীগ ক্ষমতায় এসেছে : কাদের এপ্রিলে নির্যাতনের শিকার ১৯৩ নারী-শিশুকন্যা ৯ মে পর্যন্ত চলবে সংসদের দ্বিতীয় অধিবেশন শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ মৃত ব্যক্তিদের জাল সনদ: মিল্টন সমাদ্দারের ৩ দিনের রিমান্ড গণমাধ্যম শুধু মুক্ত নয়, উন্মুক্ত : তথ্য প্রতিমন্ত্রী যাত্রীবাহী বাস থেকে ৭টি স্বর্ণের বারসহ চোরকারবারি আটক আমন মৌসুম থেকেই চাল ছাঁটাই ও পলিশ বন্ধ করা হবে : খাদ্যমন্ত্রী টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ ১০ বাংলাদেশি জেলেকে অপহরণের অভিযোগ আরাকান আর্মির বিরুদ্ধে শনিবার থেকে খোলা স্কুল-কলেজ: শিক্ষা মন্ত্রণালয় ইসলামী ব্যাংকে বৈদেশিক মুদ্রা জমা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত ১২ কেজি এলপিজির দাম কমলো ৪৯ টাকা শেয়ার ছাড়বে রূপালী ব্যাংক নীলফামারীতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

‘ফরাসি বিপ্লব’ রুখতে বদ্ধপরিকর ডেভিলস সৈন্যরা

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় মঙ্গলবার, ১০ জুলাই, ২০১৮
  • ১৭৫ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ডেস্ক: ‘ফরাসি বিপ্লব’ নাকি ‘বেলজিয়াম রুপকথা’৷আজ মঙ্গলবার রাতের হাইভোল্টেজ সেমিফাইনালের ভবিষ্যত কী তা সময়ই বলবে৷ পরিসংখ্যান বলছে বিশ্বকাপের আসরে দ্বিতীয়বার সেমিফাইনাল খেলতে নামা টিনটিনের দেশের চেয়ে খাতায় কলমে এগিয়ে ফ্রান্স৷

কারণ একটাই, অভিজ্ঞতায় টেক্কা দিচ্ছে দেশটির ছেলরা৷ বড় মঞ্চে খেলার অভিজ্ঞতায় অ্যাডভান্টেজ ফ্রান্সের৷ দু’বছর আগে ইউরো ফাইনাল খেলা টিমের পাঁচ জন রয়েছে ২০১৮ বিশ্বকাপ দলে৷ সেমিফাইনাল-ফাইনালের মতো মঞ্চে স্নায়ুর চাপ ধরে রাখাটা ভালই জানেন জিরুড-উমতিতি-হুগো লরিসরা৷ রাশিয়ার মঞ্চে মঙ্গলবার ষষ্ঠ সেমিফাইনাল খেলতে নামছে ফ্রান্স৷ শেষবার ২০০৬ সালে বিশ্বকাপ সেমিফাইনাল খেলেছিল ফরাসিব্রিগেড৷ সেবার অবশ্য ফাইনালের মঞ্চে টাইব্রেকার জিদানদের হারতে হয়৷

বেলজিয়ামের সঙ্গে শেষ তিন সাক্ষাতে দুবারই জয়ের মুখ দেখেছে ফরাসিব্রিগেড৷ সেটা অবশ্য একুশ শতকে নয়৷ এই দুই জয় এসেছে উনিশ শতকে৷ বিশ্বকাপ মঞ্চে শেষবার ১৯৮৬ সালে ফ্রান্সের মুখোমুখি হয়েছিল বেলজিয়াম৷ মেক্সিকো বিশ্বকাপে সেবার তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচে বেলজিয়ামকে পেনাল্টিতে হারিয়ে থার্ড বয় হয়েছিল ফ্রান্স৷ ঐ বিশ্বকাপেই আর্জেন্তিনার কাছে সেমিফাইনাল হেরেছিল বেলজিয়াম৷ ম্যাচে দুটি গোলই করেছিলেন মারাদোনা৷

তার আগে ফ্রান্স বনাম বেলজিয়াম লড়াই সেই চল্লিশের দশকে৷ ১৯৩৮ সালে প্রথম রাউন্ডের ম্যাচে বেলজিয়ামকে ৩-১ হারিয়েছিল ফরাসিরা৷ এখানেই শেষ নয়, ইউরো চ্যাম্পিয়নশিপের আসরে ফ্রান্সের কাছে ৫ গোলের হারের লজ্জা এখনও বেলজিয়ামের কাছে দুঃস্বপ্নের সমান৷ ১৯৮৪ সালে ইউরো চ্যাম্পিয়নশিপের আসরে সেবার হ্যাটট্রিক করে বেলজিয়ামের কফিনে পেরেক পুঁতে দিয়েছিলেন মিচেল প্লাতিনি৷ বড় মঞ্চে ফ্রান্সের কাছে এই হারের স্মৃতি কাঁটা হতে পারে বেলজিয়ামের৷

নয়া প্রজন্মের লুকাকু-হ্যাজার্ড-ডি ব্রুইনরা অবশ্য অন্য ধাতুতে গড়া, তা তারা প্রমাণ দিচ্ছেন৷ বিশ্বমঞ্চে বেলজিয়ামকে অন্যরূপে প্রতিষ্ঠিত করে চলেছেন এই তারকারা৷ বর্তমানে ফিফা ব়্যাঙ্কিংয়ে বেলজিয়ামের স্থান রয়েছে তিনে৷ আর ফ্রান্স চার ধাপ পিছিয়ে রয়েছে সাতে৷ রাশিয়া বিশ্বকাপের কালো ঘোড়া বেলজিয়ামকে নিয়ে তাই স্বপ্ন দেখাই যায়৷

চলতি বিশ্বকাপে ফ্রান্সের মতো এখনও পর্যন্ত একটি ম্যাচও হারেনি লুকাকুরা৷ প্রি-কোয়ার্টার জাপানের কাছে ০-২ গোলে পিছিয়ে পড়ে ফিনিক্সের মতো জ্বলে ওঠা৷ কোয়ার্টারে আবার শক্তিশালী ব্রাজিলের বিরুদ্ধে ২-০ গোলে এগিয়ে শেষ পর্যন্ত ২-১ ম্যাচ জয়৷ বেলজিয়ামের অন্যতম শক্তি গতি৷ শেষ ম্যাচে সেই গতির সামনেই মুখ থুবড়ে পড়েছে ব্রাজিল৷

রেড ডেভিলসদের সামনে ফ্রান্স কেমন পারফরম্যান্স করে সেটাই এখন দেখার৷ দুই দলে আবার তারকার ছড়াছড়ি৷ ফ্রান্সে জিরুড, গ্রিজমান, এমবাপে, পোগবারা যেমন রয়েছেন বেলজিয়ামে তেমনই রয়েছেন লুকাকু, হ্যাজার্ড, ডি ব্রুইনরা৷ মেগা সেমিতে তারকার মেলায় নতুন তারার উত্থানের অপেক্ষায় ফুটবলদুনিয়া৷

বাংলা৭১নিউজ/এসএস

 

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com