সোমবার, ০৬ মে ২০২৪, ০৯:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ ছয় মাসে রাজস্ব আহরণ বেড়েছে ১৩.৯ শতাংশ: অর্থমন্ত্রী সোনার দাম আরও বাড়লো ব্যর্থতা ঝেড়ে বিশ্বকাপ রঙিন করার প্রত্যাশা জ্যোতির পালিয়ে বাংলাদেশে এলেন আরও ৮৮ বিজিপি সদস্য এবি ব্যাংক পিএলসি যশোরে স্মার্ট কার্ডে নারী উদ্যোক্তা ঋণ স্মরণে বঙ্গবন্ধু ঢাকায় আইওএম মহাপরিচালক অ্যামি পোপে তীব্র তাপপ্রবাহের পর হবিগঞ্জে ঝড়-শিলাবৃষ্টি গুচ্ছের বি ইউনিটের ফল প্রকাশ তাপপ্রবাহ এবারই শেষ নয়, প্রস্তুতি শুরুর পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর হাওরের প্রায় শতভাগ বোরো ধান কাটা শেষ ২৪ ঘণ্টায়ও নেভেনি সুন্দরবনের আগুন, সময় লাগবে ২-৩ দিন যুক্তরাষ্ট্র থেকে দেশে দেশে ছড়িয়ে পড়ছে ইসরায়েলবিরোধী বিক্ষোভ সরকারি সফরে অস্ট্রেলিয়া গেলেন বিমান বাহিনী প্রধান সরকার তৃণমূল মানুষের উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে : প্রতিমন্ত্রী সাংবাদিকের উপর হামলা, প্রতিবাদে ক্র্যাবের মানববন্ধন উপজেলা নির্বাচনও বর্জন করুন: রিজভী গ্যাস পাচ্ছেন গোপালগঞ্জবাসী অপারেশনের নামে হাত-পা কেটে পৈশাচিক আনন্দ পেতেন মিল্টন সমাদ্দার আশ্রমকাণ্ডে দায় এড়াতে পারেন না মিল্টনের স্ত্রী

‘ফণী’ মোকাবিলায় বিমানবন্দরে সার্বিক প্রস্তুতি

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শুক্রবার, ৩ মে, ২০১৯
  • ৭৬ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ঢাকা: বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমডোর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেছেন, ‘ঘূর্ণিঝড়ের সময় বিমানবন্দরে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর মোতাবেক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে’।

শুক্রবার ঘূর্ণিঝড় ‘ফণী’ মোকাবেলায় প্রস্তুতি সম্পর্কে তিনি জানান, ‘বৃহস্পতিবার থেকেই দেশের সকল বিমানবন্দরের পরিচালক, ম্যানেজারদের সঙ্গে কথা বলে এবিষয়ে প্রস্তুতি গ্রহন করেছি। ইতি মধ্যে সবাইকে এবিষয়ে প্রস্তুতি নিতে বলা হয়েছে। তাদের সঙ্গে সার্বক্ষণিক খোঁজ খবর রাখা হচ্ছে। এখনও পর্যন্ত বিমানবন্দর বন্ধ করার মতো কোন খারাপ আবহাওয়া নেই।’

এদিকে, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) পক্ষ থেকে জানানো হয়েছে , বিমান বন্দর ঘূর্ণিঝড় ‘ফণীকে কেন্দ্র করে সতর্ক অবস্থানে রয়েছে দেশের সকল বিমান বন্দরগুলো। ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি এড়াতে ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে, এখন পর্যন্ত বিমান বন্দরগুলোর কার্যক্রম বন্ধ রাখা সংক্রান্ত কোনও সিদ্ধান্ত নেয়নি বেবিচক।

বিমানবন্দর আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) পুলিশের এএসপি (মিডিয়া) তারিক আহমেদ জানান, ‘ঘূর্ণিঝড় ফণী’র কারণে বাংলাদেশ থেকে ভারতের কলকাতাগামী উড়োজাহাজ চলাচল আপাতত বন্ধ রয়েছে। ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অন্যসকল রুটের চলাচলরত উড়োজাহাজ গুলো এখনও পর্যন্ত স্বাভাবিক রয়েছে’।

তবে ঘূর্ণিঝড় ফণীর কারণে বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের আভ্যন্তরীন রুটের দুইটি ফ্লাইট ঢাকা-যশোর বিজি ৪৬৭ এবং যশোর-ঢাকা বিজি ৪৬৮ বাতিল করা হয়েছে বলে জানা গেছে। এছাড়া আর্ন্তজাতিক রুটে ঢাকা-কোলকাতার বিজি ০৯৫ নম্বরের আজকের ফ্লাইটটি শনিবার সকালে ছাড়বে বলে বিমানের জনসংযোগ শাখা খেকে জানানো হয়েছে।

কক্সবাজার বিমানবন্দরের ম্যানেজার আবুল কালাম মো. সাইদুজ্জামান জানান, ‘আমাদের এখানে ৪ নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে। তবে এখন পর্যন্ত বিমানবন্দরের কার্যক্রম সচল আছে। আবহাওয়ার পরিস্থিতি বেশি খারাপ হলে আমরা এয়ারলাইন্স গুলোর সঙ্গে সমন্বয় করে সিদ্ধান্ত নেবো।’

ঢাকা আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আশরাফ উদ্দিন এর আগে বলেন , ‘ঝড়ের প্রভাবে দেশের বিভিন্নস্থানে এরইমধ্যে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি শুরু হয়েছে। ইতোমধ্যে ভারতের পুরিতে ঘূর্ণিঝড় ফণী আঘাত হেনেছে। এর প্রভাবের কারণে আজ সারা দিনই বাংলাদেশে থেমে থেমে বৃষ্টি হবে। মধ্যরাত নাগাদ ঘূর্ণিঝড়ের কেন্দ্রটা বাংলাদেশে এসে পৌঁছবে। মধ্যরাতের দিকে ‘ফণী’ বাংলাদেশে আঘাত হানতে পারে। উপকূল সংলগ্ন ১৯ জেলায় এই ঝড়ের জন্য বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে।’

বাংলা৭১নিউজ/এসই

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com