বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৯:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
খুলনার জিরো পয়েন্টে রূপালী ব্যাংকের উপশাখা উদ্বোধন দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে বৃহস্পতিবার শ্রমিক স্বার্থ নিশ্চিতে ইসলামী শ্রমনীতি প্রণয়নের বিকল্প নেই দেশব্যাপী বৃষ্টিপাত ও কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস গরমে অসুস্থ হয়ে ঢামেক কর্মচারীর মৃত্যু দুই মাসের নিষেধাজ্ঞা শেষে নদীতে জেলেরা, মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ আনসার আল ইসলামের সক্রিয় সদস্য গ্রেপ্তার এলপি গ্যাসের নতুন দাম জানা যাবে বৃহস্পতিবার চুয়াডাঙ্গা-যশোরে দেশের সর্বোচ্চ ৪২.৮ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড শিক্ষামন্ত্রীর চিঠির পর সমাবেশের ডাক দিলো ৩৫ প্রত্যাশীরা তীব্র গরম উপেক্ষা করে নয়াপল্টনে চলছে শ্রমিক সমাবেশ দিল্লির ১০০ স্কুল বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি! নাটোরে জামায়াত-শিবিরের ২০ নেতাকর্মী গ্রেপ্তার রেস্তোরাঁয় মডেলকে গুলি করে হত্যা ভুল চিকিৎসার অজুহাতে চিকিৎসকদের ওপর আক্রমণ ন্যক্কারজনক: স্বাস্থ্যমন্ত্রী গাম্বিয়ায় ওআইসি শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছে বাংলাদেশ চীনে গভীর রাতে মহাসড়কে ধস, নিহত অন্তত ১৯ গাজীপুরে ট্রাকের ধাক্কায় প্রকৌশলী নিহত নিঃসঙ্গ নারীদের টার্গেট, আমেরিকায় নেওয়ার স্বপ্ন দেখিয়ে প্রতারণা ধর্ষণের সময় চিৎকার, গলা চেপে ধরায় মারা যায় শিশু ঝুমুর

ফণীর কারণে দেশে রি-সিডিউলিং ও ফ্লাইট বাতিলের হিড়িক

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শনিবার, ৪ মে, ২০১৯
  • ১২৫ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ঢাকা: দেশের বিমানবন্দরগুলোতে গতকাল শুক্রবারই সতর্কতা জারি করা হয়েছিল। বিমান বাংলাদেশসহ বেশ কয়েকটি এয়ারলাইন্সের ফ্লাইট বাতিল ও সিডিউলে সাময়িক পরিবর্তন আনা হয়েছে।

ঘূর্ণিঝড় ফণীর কারণে দেশের বিমানবন্দরগুলোতে বইছে ঝোড়ো বাতাস। ঝড়ের মাত্রা বিবেচনায় অভ্যন্তরীণ ও রিজিওনাল ফ্লাইট বাতিল করা হচ্ছে। তবে এখন পর্যন্ত আন্তর্জাতিক কোনো ফ্লাইট বাতিলের খবর পাওয়া যায়নি। আন্তর্জাতিক রুটের ফ্লাইট বাতিল না করে সিডিউলে সাময়িক পরিবর্তন আনা হয়েছে।

শনিবার সকাল থেকে অভ্যন্তরীণ রুটে তিনটি ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

নভোএয়ারের মুখপাত্র মাহফুজ আলম জানান, নভোএয়ারের ২৪টি ফ্লাইটের মধ্যে ৭টি বাতিল করা হয়েছে। এ ছাড়া মোটামুটি সব ফ্লাইটের সময় পরিবর্তন বা রি-সিডিউলিং করা হয়েছে।

শনিবার দুপুরে শেষ খবর পাওয়া পর্যন্ত ফ্লাইট বাতিল করেনি ইউএস-বাংলা ও রিজেন্ট এয়ার।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের মুখপাত্র কামরুল ইসলাম জানান, তাদের কলকাতার ফ্লাইটের সময় পরিবর্তন করা হয়েছে। এখন পর্যন্ত কোনো ফ্লাইট বাতিল করা হয়নি।

জানা গেছে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। ‘ফণী’র প্রভাব বেশি হলে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র জানায়, গতরাতে কলকাতায় আটকা পড়া বিমানের একটি ফ্লাইটটি শনিবার সকালে নিরাপদে ঢাকায় পৌঁছেছে। তবে আজ সকালে ঢাকা থেকে যে ফ্লাইটটি ছাড়ার কথা, সেটি বাতিল না করে রি-সিডিউল করা হয়েছে। আবহাওয়া ভালো হলের সেটি বিকেলে ছেড়ে যাবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মুখপাত্র শাকিল মেরাজ বলেন, ‘ঘূর্ণিঝড় ফণীর কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের তিনটি ফ্লাইট বাতিল করা হয়েছে। শুক্রবার) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের ঢাকা-যশোর রুটের বিজি ৪৬৭ এবং সন্ধ্যা ৭টা ২৫ মিনিটের যশোর-ঢাকা রুটের বিজি ৪৬৮ ফ্লাইট বাতিল করা হয়েছে। এ ছাড়া ঢাকা-রাজশাহী, ঢাকা-সৈয়দপুর ফ্লাইটও বাতিল করা হয়েছে। পরবর্তী ফ্লাইটে এসব যাত্রী পরিবহন করা হবে।

বাংলা৭১নিউজ/আরএম

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com