প্রতিথযশা প্রবীণ ফটোসাংবাদিক মতিউর রহমান (৭৬) কানাডার টরেন্টোতে চিকিৎসাধিন অবস্থায় হাসপাতালে ইন্তেকাল করেছেন। তিনি বার্ধ্যক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন।
পরিবার সূত্রে জানা গেছে, স্থানীয় সময় ২০ অক্টোবর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাকে কানাডাতেই দাফন করা হবে।
বর্নাঢ্য কর্মজীবনে মতিউর রহমান দেশে-বিদেশে ফটোসাংবাদিকতা করে খ্যাতি অর্জন করেন।
মৃত্যুকালে তিনি একমাত্র ছেলে, স্ত্রী, দুই নাতি-নাতনি আত্নীয় স্বজন রেখে গেছেন।
জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য রহমানের ফটো-সাংবাদিকতায় বর্ণাঢ্য কর্মজীবন ছিল। তিনি বিলুপ্ত মর্নিং নিউজ এবং দ্য নিউ নেশনের স্টাফ ফটোগ্রাফার হিসাবে তার কর্মজীবন শুরু করেছিলেন। পরে তিনি দুবাইয়ের মর্যাদাপূর্ণ সংবাদপত্র খালিজ টাইমস-এ যোগ দেন এবং সিনিয়র ফটো এডিটর হিসেবে দায়িত্ব পালন করেন।
দুবাই, সংযুক্ত আরব আমিরাত, টরন্টো, কানাডা এবং ঢাকা, বাংলাদেশে অনুষ্ঠিত তথ্যচিত্র এবং প্রদর্শনীতে তার কাজগুলো প্রদর্শিত হয়েছে।
বাংলা৭১নিউজ/এসএইচ