বাংলা৭১নিউজ, ঠাকুরগাঁও প্রতিনিধি: নিজ নির্বাচনী আসনে পোলিং এজেন্টদেরকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন ঐক্যফ্রন্ট মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে রোববার সকাল সোয়া ৮টায় ভোট দিয়ে তিনি এ অভিযোগ করেন।
এ সময় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গণমাধ্যমকর্মীদের মির্জা ফখরুল বলেন, ‘আমার পোলিং এজেন্টদেরকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না। এ ছাড়া রাতে নির্বাচন কমিশন কর্মকর্তার কাছে আমি পোলিং এজেন্টের তালিকা দিয়েছিলাম। সে তালিকা থেকে অনেককেই রাতেই পুলিশ ধরে নিয়ে গেছে।’
তিনি বলেন, ‘বিভিন্ন কেন্দ্র থেকে জাল ভোটের খবর পাচ্ছি। আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা প্রশাসনের সহায়তায় জাল ভোট দিচ্ছে।’
সাধারণ ভোটারদের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, শত বাধা আসবে ভোট প্রদানে। আপনারা সেসব বাধা পেরিয়ে ভোট কেন্দ্রে যাবেন। নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন। সূত্র: পরিবর্তন।
বাংলা৭১নিউজ/জেএস