বাংলা৭১নিউজ,ঢাকা: বগুড়া-৬ আসন থেকে জয়লাভ করা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্ধারিত সময়ে শপথ না নেওয়ায় আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে। আগামী জুনের মধ্যে ওই আসনে ভোটগ্রহণ হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।
রোববার (৫ মে) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে ইসি সচিব এ তথ্য জানান। তিনি বলেন, ‘সংসদে যে আসনটি (বগুড়া-৬) খালি হয়েছে, যে তারিখে আসন শূন্য হয় ওই তারিখ থেকে ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হয়। কমিশন সভায় বিষয়টি আমরা উপস্থাপন করব। আশা করছি, জুনের মধ্যে নির্বাচনটা করা যাবে।’
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করা বিএনপির ছয়জনের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া বাকি সবাই শপথগ্রহণ করেছেন। পাঁচজন শপথ নেওয়ায় এখন একটি সংরক্ষিত নারী আসনে প্রার্থী দিতে পারবে বিএনপি। বিএনপির নারী প্রার্থী কে হবেন -সে বিষয়ে আগামী সাত দিনের মধ্যে নির্বাচন কমিশন (ইসি) চিঠি দিতে পারে।
এ বিষয়ে ইসি সচিব বলেন, ‘এ বিষয়ে আমরা প্রাথমিক আলোচনা করেছি। যেহেতু তারা (বিএনপি) পাঁচটি আসনের সংসদ সদস্য হিসেবে শপথগ্রহণ করেছে, সেহেতু তারা একটি সংরক্ষিত নারী আসন পাবেন। আমরা তাদেরকে চিঠি দিয়ে জানিয়ে দেব।’
তিনি আরও বলেন, ‘আমরা নতুন করে আর তফসিল দেব না। যেহেতু তফসিলের কার্যক্রম সম্পন্ন হয়ে গেছে। এখন শুধু তাদেরকে চিঠি দেব। তারা যদি কারও নাম পাঠায়, আমাদের রিটার্নিং কর্মকর্তা যিনি ছিলেন, উনি সব ঠিকঠাক পেলে আমরা তার নাম গেজেটভুক্ত করব।’
কবে নাগাদ চিঠি দেয়া হতে পারে জানতে চাইলে হেলালুদ্দীন আহমদ বলেন, ‘ও রকম কোনো সিদ্ধান্ত হয়নি। আশা করি, আগামী ৭ দিনের মধ্যে দেব।
বাংলা৭১নিউজ/এম.আর