বাংলা৭১নিউজ,ঢাকা: রাজধানীর রমনা থানার পুলিশের গাড়িতে আগুন দিয়ে পুলিশ সদস্য হত্যা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৮ জনের বিরুদ্ধে চার্জশিট আমলে গ্রহণ করেছে আদালত। একইসঙ্গে পলাতক এক আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
রোববার রমনা থানার ৪২(১২)১৩ নম্বর মামলাটিতে হত্যার আইনে চার্জশিট আমলে গ্রহণ করে এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট খোরশেদ আলমের আদালত। একই মামলায় বিস্ফোরক আইনে দাখিল করা অন্য চার্জশিটটি বিচারের জন্য ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পাঠিয়ে দেন।
মামলাটিতে সম্প্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৮ জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক দুটি চার্জশিট দাখিল করে রমনা থানা পুলিশ।
বাংলা৭১নিউজ/এসএইস