রাজধানীর মতিঝিলের ফকিরাপুল জামে মসজিদের নির্মাণাধীন ভবনের ৭ম তলা থেকে নিচে পড়ে মো. আশিকুর রহমান (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে বারোটার দিকে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নির্মাণাধীন মসজিদের খাদেম মো. বেলাল জানান, নিহত শ্রমিক আমাদের মসজিদে রাজমিস্ত্রির কাজ করতেন। রাতের দিকে কাজ করার সময় মোবাইল ফোনে কথা বলছিলেন তিনি। কথা বলতে বলতে হঠাৎ অসাবধানতাবশত নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে আনা হলে চিকিৎসক জানান তিনি আর বেঁচে নেই।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
বাংলা৭১নিউজ/এসএইচ