বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিবের সাক্ষাৎ সরকারি খরচে এবার হজে যাচ্ছেন ৬৩ জন শুক্রবার টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী সব বিভাগে বৃষ্টির আভাস, দিনের তাপমাত্রা বাড়বে চট্টগ্রামে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত প্রথম ফ্লাইটে সৌদি গেলেন ৪১৩ জন হজযাত্রী ড. ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী আজ ড. ওয়াজেদ মিয়া অনুপ্রেরণার উৎস হিসেবে বেঁচে থাকবেন প্রকৌশলীদের পরিশ্রমের ফলেই ডিজিটাল বাংলাদেশ এখন দৃশ্যমান রাফায় হামলা করলে ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধের হুঁশিয়ারি বাইডেনের হজযাত্রীদের আবেগ-অনুভূতিকে সম্মান দেখাতে হবে: ধর্মমন্ত্রী ব্রাজিলে ভয়াবহ বন্যায় মৃত্যু ১০০ ছাড়িয়ে গেছে ইন্টারন্যাশনাল স্কুলের সামনে গুলি, পুলিশ বলছে ‘মিসফায়ার’ বিদেশযাত্রায় দালালের দৌরাত্ম্য কমাতে দেওয়া হচ্ছে সাজা ও অর্থদণ্ড পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি অনেকাংশে সংযত করতে পেরেছি দেশে সাড়ে ১১ লাখ টন খাদ্য মজুত আছে : খাদ্যমন্ত্রী নাটোরে ঋণের চাপে স্বামী-স্ত্রীর একসঙ্গে বিষপান কাউন্সিলরের ১০ বছরের কারাদণ্ড নৌপরিবহন প্রতিমন্ত্রীর সঙ্গে জাইকার প্রতিনিধি দলের সাক্ষাৎ তিন দেশ থেকে ২৮২ কোটি টাকার ইউরিয়া সার আনবে সরকার

প্রয়াত সদস্য পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে ডিআরইউ

বাংলা৭১নিউজ, ঢাকা:
  • আপলোড সময় সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
  • ২৬ বার পড়া হয়েছে

ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) কল্যাণমূলক কর্মকান্ডের আওতায় সংগঠনের প্রয়াত ৪ সদস্য পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এর অংশ হিসেবে সংগঠনের প্রয়াত সদস্য জাহিদুজ্জামান ফারুকের পুত্র মহিউজ্জামান ফারুক মাহির কাছে নগদ এক লাখ টাকা তুলে দেওয়া হয়। 

আজ সোমবার এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানী। এসময় উপস্থিত ছিলেন ডিআরইউ দপ্তর সম্পাদক মো. জাফর ইকবাল, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ নঈমুদ্দীন ও কল্যাণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, সদস্য কামরুন নাহার শোভা প্রমুখ। 

এ সময় জানানো হয়, চলতি বছরে ডিআরইউ’র সাতজন সদস্য মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে দুইজন সদস্যের পরিবারকে গ্রুপ বীমা থেকে প্রাপ্ত তিন লাখ টাকা করে দেওয়া হয়েছে। বাকী সদস্যরা গ্রুপ বীমার অন্তর্ভুক্ত না থাকায় তাদের মধ্যে চার জনের পরিবারকে ডিআরইউ’র তহবিল থেকে এক লাখ টাকা করে দেওয়া হয়। 

এর আগে ডিআরইউ’র ২০২১ সালের কার্যনির্বাহী কমিটি গত বছরের প্রয়াত এক সদস্যের পরিবারকে এক লাখ টাকা প্রদান করে। এছাড়া গত রবিবার ডিআরইউ’র প্রয়াত ২৭ সদস্যের সন্তানদের পরিবার প্রতি মাসিক ৩ হাজার টাকা হারে এককালীন ৩৬ হাজার টাকা শিক্ষাভাতা দেওয়া হয়।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com