ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) কল্যাণমূলক কর্মকান্ডের আওতায় সংগঠনের প্রয়াত ৪ সদস্য পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এর অংশ হিসেবে সংগঠনের প্রয়াত সদস্য জাহিদুজ্জামান ফারুকের পুত্র মহিউজ্জামান ফারুক মাহির কাছে নগদ এক লাখ টাকা তুলে দেওয়া হয়।
আজ সোমবার এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানী। এসময় উপস্থিত ছিলেন ডিআরইউ দপ্তর সম্পাদক মো. জাফর ইকবাল, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ নঈমুদ্দীন ও কল্যাণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, সদস্য কামরুন নাহার শোভা প্রমুখ।
এ সময় জানানো হয়, চলতি বছরে ডিআরইউ’র সাতজন সদস্য মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে দুইজন সদস্যের পরিবারকে গ্রুপ বীমা থেকে প্রাপ্ত তিন লাখ টাকা করে দেওয়া হয়েছে। বাকী সদস্যরা গ্রুপ বীমার অন্তর্ভুক্ত না থাকায় তাদের মধ্যে চার জনের পরিবারকে ডিআরইউ’র তহবিল থেকে এক লাখ টাকা করে দেওয়া হয়।
এর আগে ডিআরইউ’র ২০২১ সালের কার্যনির্বাহী কমিটি গত বছরের প্রয়াত এক সদস্যের পরিবারকে এক লাখ টাকা প্রদান করে। এছাড়া গত রবিবার ডিআরইউ’র প্রয়াত ২৭ সদস্যের সন্তানদের পরিবার প্রতি মাসিক ৩ হাজার টাকা হারে এককালীন ৩৬ হাজার টাকা শিক্ষাভাতা দেওয়া হয়।
বাংলা৭১নিউজ/এসএইচ