বাংলা৭১নিউজ, ঢাকা: ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) প্রয়াত সদস্য বীর মুক্তিযোদ্ধা তিমির দত্তের পরিবারের কাছে সংগঠনটির পক্ষ থেকে তিন লাখ টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।
আজ শুক্রবার বিকেলে সংগঠনের সাগর-রুনী মিলনায়তনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের উপস্থিতিতে ডিআরইউ সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা ও সাধারণ সম্পাদক মুরসালিন নোমানী প্রয়াতের স্ত্রী কল্পনা দত্তের কাছে কমিটির পক্ষ থেকে এই অনুদানের চেক তুলে দেন।
এসময় প্রয়াতের মেয়ে মন্দিরা দত্ত, সংগঠনের সিনিয়র সদস্য মধুসূদন মন্ডল, ডিআরইউ’র সহ-সভাপতি আবু দারদা যোবায়ের, অর্থ সম্পাদক মানিক মুনতাসির, সাংগঠনিক সম্পাদক জিলানী মিলটন, দপ্তর সম্পাদক নয়ন মুরাদ, নারী বিষয়ক সম্পাদক দিনার সুলতানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাফি কামাল, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক শেখ মাহমুদ এ রিয়াত, ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক মিজান চৌধুরী, আপ্যায়ন সম্পাদক কামাল উদ্দিন সুমন, কার্যনির্বাহী সদস্য নূরুল ইসলাম হাসিব, হাবীবুর রহমান, সাইফুল ইসলাম, মাইনুল হাসান সোহেল, মো: আনিসুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/আরএম