বাংলাদেশ সংবাদ সংস্থার সাবেক জ্যেষ্ঠ সাংবাদিক ও জাতীয় প্রেস ক্লাবের সদস্য সামসুল আলম বেলালের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে তার জানাজা সম্পন্ন হয়।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ইকবাল সোবহান চৌধুরী, মঞ্জুরুল আহসান বুলবুল, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খানসহ সাংবাদিক নেতারা তার জানাজায় অংশ নেন।
এর আগে সামসুল আলমের স্মৃতিচারণ করে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, গতকালও একজনকে বিদায় জানিয়েছি। আজও আসতে হলো, এ যেন এক মৃত্যুর মিছিল। করোনাকালে ৬০ জন সদস্যকে আমরা হারিয়েছি। বেলাল ভাই নিয়মিত প্রেস ক্লাবে আসতেন এবং প্রাণবন্ত আড্ডা দিতেন। তিনি ইংরেজিতে লিখতেন। মৃত্যুর আগেও লিখে গেছেন। দেশকে আরও অনেক কিছু দেওয়ার ছিল তার। আমি সবার প্রতি আহ্বান জানাবো, সবাই তার জন্য দোয়া করবেন।
এ সময় ইলিয়াস খান বলেন, তিনি সবসময় প্রেস ক্লাবে আসতেন। আমরা আমাদের একজন প্রিয় সদস্যকে হারিয়েছি। তার পরিবারের প্রতি সমবেদনা জানাই।
সামসুল আলম বেলালের মেয়ে সোমাইয়া বিনতে শামস বলেন, জাতীয় প্রেস ক্লাব আমার বাবার প্রিয় ও অস্তিত্বের জায়গা ছিল। তিনি সবসময় এখানে আসতেন। আপনাদের কোনো কষ্ট দিয়ে থাকলে তাকে মাফ করে দেবেন। আর আমার বাবার জন্য দোয়া করবেন।
সামসুল আলম বেলালের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামের লুদিয়ারায়। বাদ আসর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
এর আগে রোববার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টায় রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক সেন্টারে সামসুল আলম বেলাল মৃত্যুবরণ করেন।
বাংলা৭১নিউজ/জিকে