বাংলা৭১নিউজ, ডেস্ক: প্রেসিডেন্ট বারাক ওবামা, প্রেসিডেন্ট পদের জন্য ডেমোক্রাটিক দলের মনোনয়ন প্রার্থী হিসেবে, হিলারি ক্লিন্টানকে তাঁর সমর্থন দিয়েছেন। মাত্র দু দিন আগে প্রেসিডেন্টের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডেমোক্রাটিক দলের সম্ভাব্য প্রার্থী হন।
ক্লিন্টানের নির্বাচনী প্রচার অভিযানের ওয়েব সাইট থেকে প্রকাশিত এক ভিডিওতে দেখা যাচ্ছে প্রেসিডেন্ট বলছেন, “ আমি জানি এই কাজ কত কঠিন হতে পারে। আমি তাই জানি যে হিলারি খুব ভাল ভাবে সেই দায়িত্ব পালন করতে পারবেন।”
হিলারির প্রতিদ্বন্দ্বী ভার্মন্টের সেনেটার বার্নি স্যান্ডার্সের সঙ্গে হোয়াইট হাউসে এক বৈঠকের পর পরই প্রেসিডেন্ট ওবামা ক্লিন্টানের বিষয়ে অনুমোদন দেন।
স্যান্ডার্স প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর এই ইঙ্গিত দিয়েছেন যে তিনি অন্তত পক্ষে প্রতিদ্বন্দ্বিতায় থাকবেন শেষ প্রাথমিক নির্বাচন পর্যন্ত।
স্যান্ডার্স আরও বলেছেন তিনি আগামী দিনগুলোতে ক্লিন্টানের সঙ্গে সাক্ষাত করবেন এবং রিপাবলিকান দলের সম্ভাব্য প্রার্থী ডনাল্ড ট্রাম্পকে পরাজিত করার জন্য কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
বাংলা৭১নিউজ/তথ্যসূত্র: ভোয়া