বাংলা৭১নিউজ, পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ৯ম শ্রেনী ছাত্রী তুলিকে (১৫) ছুড়িকাঘাতে আহত করা হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৯ টায় দিকে বিদ্যালয়ে যাওয়ার পথে ওই শিক্ষার্থীকে স্থানীয় বখাটে নাইম (১৮) ছুড়িকাঘাত করে। স্থানীয়রা তুলিকে উদ্বার করে প্রথমে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য দ্রুত তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছেন। ছুড়িকাঘাত করে পালিয়ে যাওয়ার সময় ঘাতক নাইমকে স্থানীয় জনতা আটক করে মহিপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ধুলাসর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী তুলিকে প্রেম প্রস্তাব দিয়ে আসছিল উপজেলা ধুলাসর এলাকার সোলায়মানের পুত্র নাইম।
প্রতিদিনের ন্যায় শনিবার বিদ্যালয়ের যাওয়ার পথে বখাটে নাইম তুলির পথ আটকে প্রেমের প্রস্তাব দেয়। এতে সে রাজী না হলে তাকে ছুড়িকাঘাত করে। ধুলাসর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইব্রাহীম জানান, নাইমের বখাটেপনা ও উক্তত্ত করা নিয়ে বেশ কয়েকবার শালিস বৈঠক হয়েছে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, বখাটে নাইম আটক রয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
বাংলা৭১নিউজ/জেএস