বাংলা৭১নিউজ, মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি উপজেলার লক্ষীপুর এলাকার চরজগমোহন গ্রামে প্রেমের টানে এক যুবতি প্রতিবেশী যুবকের সাথে পালিয়ে বিয়ে করার ঘটনাকে কেন্দ্রকরে যুবতির পিত্রালয়ের লোকজন সেই প্রেমিকের বাড়ি ঘরে অগ্নীসংযোগ হামলা ও মামলা দিয়ে হয়রানী করছে বলে অভিযোগ পাওয়াগেছে। আর এনিয়ে গ্রামে পক্ষ বিপক্ষের মধ্যে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
গ্রামবাসী ও ভূক্তভোগী পরিবার জানায়, চরজগমোহন গ্রামে জসিম মুন্সির মেয়ে লামিয়ার সাথে প্রতিবেশেী রহিম সরদারের ছেলে ফিরোজ সরদারের দীর্ঘদিন প্রেমের সম্পর্ক চলে আসছিল। কিন্তু বিষয়টি মেয়ের পরিবার মেনে না নিয়ে তারা এক ছেলের সাথে লামিয়ার আড়াই বছর আগে বিয়ে দেয়। কিন্তু সেই ছেলে প্রবাসে চলে গেলে লামিয়া ৪মাস আগে তাকে গোপনে ডিভোর্স দিয়ে সম্প্রতি প্রেমিক ফিরোজের সাথে পালিয়ে গিয়ে কোর্টের মাধ্যমে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়। কিন্তু বিষয়টি কনের পরিবার মানতে না পারায় তারা প্রথমে একটি অপহরন ও লুটপাটের মামলাদেয় এবং ভাড়াটে লোকজন নিয়ে হামলা চালিয়ে ছেলে পক্ষের লোকজনকে আহত করে। এনিয়ে মামলা হলে কনে পক্ষ আরো ক্ষিপ্ত হয়ে গত মঙ্গলবার গভীর রাতে ছেলের বসত বাড়িতে অগ্নীসংযোগ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ব্যাপারে খাসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের চার্জে থাকা ইন্সপেক্টর মোঃ মহিদুল ইসলাম বলেন, ‘অগ্নীসংযোগের খবরপেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এবিষয়ে তদন্ত চলছে এবং ব্যবস্থা নেয়া হবে।’
এ ব্যাপারে কনে লামিয়া বলেন ‘আমি আমার পছন্দের মানুষকে বিয়ে করেছি। আমার জীবনের সিদ্ধান্ত আমি নিয়েছি। সেই অধিকার আমার আছে। এখন আমার বাবা মায়ের কাছে অনুরোধ জানাই তারা যেন আমার স্বামী ফিরোজ সরদারের পরিবারের প্রতি কোন রকম অবিচার ও জোড়জুলুম না দেখায়।’
বাংলা৭১নিউজ/জেএস