কয়েক বছর আগে বলিউডে পা রাখেন অভিনেত্রী তৃপ্তি দিমরি। কিন্তু তার শুরুটা মধুর ছিল না। ‘বুলবুল’ ও ‘কলা’ সিনেমায় অভিনয় করে খ্যাতি লাভ করেন ২৯ বছর বয়সী এই অভিনেত্রী।
গত ১ ডিসেম্বর মুক্তি পায় তৃপ্তি অভিনীত ‘অ্যানিমেল’ সিনেমা। এতে নগ্ন দৃশ্যে অভিনয় করে হইচই ফেলে দেন। তাকে নিয়ে এখনো আলোচনা থামেনি। এদিকে, গুঞ্জন উড়ছে স্যাম মার্চেন্ট নামে এক যুবকের সঙ্গে প্রেম করছেন তৃপ্তি। এবার নিজের প্রেমের গুঞ্জন নিজেই উসকে দিলেন এই অভিনেত্রী।
গতকাল ছিল স্যাম মার্চেন্টের জন্মদিন। বিশেষ এই দিনে তৃপ্তি তার ইনস্টাগ্রাম স্টোরিতে ছবির কোলাজ শেয়ার করে স্যামকে জন্মদিনের শুভেচ্ছা জানান। তিনটি ছবির মধ্যে একটি ২০১৭ সালে তোলা। ছবিটিতে বেশ ঘনিষ্ঠভাবে ফ্রেমবন্দি হয়েছেন স্যাম-তৃপ্তি। অন্য দুটো ছবি গত বছর তোলা। এরপর নেটিজেনরা দুইয়ে দুইয়ে চার মিলিয়ে বলছেন, চুটিয়ে প্রেম করছেন তৃপ্তি।
২০২০ সালে ‘বুলবুল’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেন তৃপ্তি। এটি প্রযোজনা করেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। ওই সময়ে শোনা যায়, আনুশকার ভাই কার্নেশ শর্মার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তৃপ্তি। গত বছরের জুনে ভেঙে গেছে এই সম্পর্ক।
তথ্যসূত্র: পিঙ্কভিলা
বাংলা৭১নিউজ/এসএইচ