মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৯:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
চিপসের প্যাকেট ১, ডাবের খোসা ও দইয়ের পাত্র ২ টাকায় কিনবে ডিএনসিসি সিরাজগঞ্জে গ্যাস লাইনের পাইপ স্থাপনের সময় মাটিচাপা পড়ল শ্রমিক দীর্ঘ প্রতীক্ষার পর চুয়াডাঙ্গা-যশোরে স্বস্তির বৃষ্টি ১০ মে ঢাকায় সমাবেশ করবে বিএনপি ফিলিস্তিনের পক্ষে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রলীগের কর্মসূচি ইলিশের উৎপাদন বেড়ে ৫.৭১ লাখ টন: মন্ত্রী চাকরিতে প্রবেশের বয়স বাড়ানো নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী সুন্দরবনে আগুন কেন, গভীরভাবে খতিয়ে দেখার নির্দেশ প্রধানমন্ত্রীর লোডশেডিং আগের তুলনায় কমেছে, দাবি জ্বালানি প্রতিমন্ত্রীর প্রধানমন্ত্রীর কাছে শপথ নিলেন লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান স্বামীর সঙ্গে ঝগড়া করে বোবা ছেলেকে কুমিরের মুখে ফেললেন নারী ইউক্রেনের কাছে পারমাণবিক মহড়ার নির্দেশ পুতিনের চট্টগ্রামে কালবৈশাখীর তাণ্ডব : সড়কে গাছ পড়ে যান চলাচল ব্যাহত দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিবিড়ভাবে কাজ করতে হবে একীভূত হবে না ন্যাশনাল ব্যাংক, নিজেরাই সবল হতে চায় প্রাথমিকে মঙ্গলবার থেকে স্বাভাবিক রুটিনে ক্লাস রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের সাক্ষাৎ ধামরাই ঝড়ে টিনের চালা ভেঙে পড়ে দুই নিরাপত্তারক্ষী নিহত হিলি দিয়ে ১০ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি মাঠে কাজ করছিলেন স্বামী, খাবার দিতে গিয়ে বজ্রপাতে গৃহবধূ নিহত

প্রেগন্যান্সিতে যেসব প্রোডাক্ট ব্যবহার করা উচিত নয়

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৬
  • ১৬১ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ঢাকা: মা হওয়ার সময় শরীরে অনেক পরিবর্তন আসে। কেউ একটু বেশি মোটা হয়ে যায়, আবার কেউ রোগা হয়ে যায়। শরীরে আরেকজনের উপস্থিতিতে,চলাফেরা করতেও অসুবিধে হয় । তাই, সে ভাবে শরীরের যত্নও নেওয়া হয়না। প্রেগন্যান্সির আগে পার্লার গিয়ে চুল ও ত্বকের চর্চা হয়তো অনেকেই করতেন।

কিন্তু, এই সময় সেইসব একদমই হয়ে ওঠে না। তাহলে, কী করবেন? কোন প্রোডাক্ট ব্যবহার করবেন আর কোনগুলি একেবারেই নয়।

এই সময় যেমন ধূমপান ও মদ্যপান বন্ধ করা উচিৎ। সেইরকম বেশ কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট আছে, যা ,এই সময় না ব্যবহার করলেই ভাল হয় । আজকে সেইরকম কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে আলোচনা করব যা এই সময় এড়িয়ে চলা উচিৎ ।

ফর্সা হওয়ার ক্রিম:
প্রেগন্যান্সির সময় অনেকের ত্বক কালো হয়ে যায়। কিন্তু,তাই বলে একদম ফর্সা হওয়ার ক্রিম লাগাবেন না। প্রচুর ক্ষতিকারক কেমিক্যাল থাকায়, প্রেগন্যান্সিতে এই সব ক্রিম না ব্যবহার করাই ভাল । অনেকরকম ঘরোয়া পদ্ধতিতে গায়ের রঙ ফর্সা করা যায়।

ট্যানিং স্প্রে :
স্কিন বার্ন হয়ে গেলে অনেকেই ট্যান স্প্রে ব্যাবহার করে থাকেন। কিন্তু, প্রেগন্যান্সির সময় এই স্প্রে ব্যবহার করবেন না। ত্বকে লাগালে কোনও ক্ষতি হয় না ঠিকই । কিন্তু, নিঃশ্বাসের মাধ্যমে শরীরের ভেতর ঢুকে গেলে মিস ক্যারেজ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।

কেমিক্যাল হেয়ার রিমুভার:
এমনি অবস্থায় হেয়ার রিমুভার কিছু ক্ষতি করে না । কিন্তু গর্ভবতী অবস্থায় অনেক রকম সমস্যা দেখা দিতে পারে । তাই এই সময় রোম পরিষ্কার দরকার হলে ওয়াক্সিং না করে শেভিং করুন।

বাথ প্রোডাক্টস:
অনেক রকমের লাক্সারী বাথ প্রোডাক্ট আছে যা প্রেগন্যান্সির সময় ক্ষতিকারক। এতে এমন কিছু রাসায়নিক আছে, যাতে অ্যালার্জিক পার্শ্বপ্রতিক্রিয়া হয়। শরীরে সাবান লাগানোর আগে হাতের উপর অল্প মাখিয়ে পরীক্ষা করে নিন।

পারফিউম:
প্রেগন্যান্সির সময় ডিওড্রেন্ট,বডি মিস্ট বা পারফিউম; যাতে উগ্র গন্ধ থাকে সেগুলো ব্যবহার করবেন না। দেখা গেছে উগ্র গন্ধ দেওয়া সুগন্ধি প্রেগন্যান্সি চলাকালীন ব্যবহার করলে অনেক রকমের সমস্যা দেখা দেয়। তাই, এই সুগন্ধি এড়িয়ে চলা উচিৎ ।

এই সময় নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিন৷ ফল, শাক-সব্জি, দুধ, ডিম, পরিমান মতো জল খেলে শরীরের জেল্লা এমনিতেই অটুট থাকবে। তার জন্য, আলাদা করে রূপচর্চার কোন দরকার নেই। রোজ স্নান করবেন, পরিষ্কার পাতলা ঢিলে ঢালা জামাকাপড় পরবেন। হাতের নখ বড় রাখবেন না এতে, পেট খারাপ হতে পারে।

বাংলা৭১নিউজ/এসএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com