বাংলা৭১নিউজ,ঢাকা: প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের এক ধাপ নিচে রেখে সহকারী শিক্ষকদের বেতন স্কেল নির্ধারণসহ ৫ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি।
আজ জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে শিক্ষক নেতারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন ৩৭ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেছিলেন তখন সহকারী শিক্ষকরা প্রধান শিক্ষকের পরের ধাপেই বেতন পেতেন। তখন প্রধান শিক্ষকদের সঙ্গে সহকারী শিক্ষকদের বেতন ব্যবধান ছিল মাত্র ১০ টাকা। কিন্তু ২০০৫ সালের পর থেকে বর্তমানে সহকারী শিক্ষকরা প্রধান শিক্ষকদের ৩ ধাপ নিচে বেতন পান এবং টাকার অংকে ব্যবধান দুই হাজার তিনশ টাকা। আমরা এই বৈষম্য নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।
এ সময় সমিতির পক্ষ থেকে বিভিন্ন দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে : সহকারী শিক্ষকদের পদকে এন্ট্রি পদ ধরে শতভাগ বিভাগীয় পদোন্নতি প্রদান করা। বিভাগের অন্যান্য কর্মচারীর মতো প্রাথমিক শিক্ষকদের বিভাগকে নন-ভোকেশনাল ডিপার্টমেন্ট হিসেবে ঘোষণা করা।
সংবাদ সম্মলনে আরও উপস্থিত ছিলেন, আয়োজক সংগঠনের সভাপতি মোহাম্মাদ শামছুদ্দীন মাসুদ, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, সাংসদ নজরুল ইসলাম বাবু ও সংগঠনের সাধারণ সম্পাদক সাবেরা বেগম প্রমুখ।
বাংলা৭১নিউজ/সিএইস